ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভারতের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা

ভারতের সবচেয়ে নিরাপদ শহর কলকাতা

ভারতের সবচেয়ে নিরাপদ শহরের তালিকায় শীর্ষে জায়গা করে নিয়েছে দেশটির পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। ভারতের জাতীয় ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি) তালিকাটি প্রকাশ করেছে। এ নিয়ে টানা তৃতীয় বছরের মতো ভারতের সবচেয়ে নিরাপদ শহরের তালিকায় শীর্ষস্থান দখল করল শহরটি। গত মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, ভারতের প্রধান শহরগুলোর মধ্যে ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরোর (এনসিআরবি) ২০২২ সালের রিপোর্ট অনুযায়ী দেশের সব থেকে নিরাপদ শহর হওয়ার খেতাব জিতেছে কলকাতা। ২০২১ সালেও এই রিপোর্টে সবচেয়ে নিরাপদ শহরের তকমা ছিল কলকাতার হাতেই। অর্থাৎ নিরাপত্তার নিরিখে ভারতের রাজধানী দিল্লি-সহ অনেক শহরের চেয়ে এগিয়ে রয়েছে কলকাতা শহর। তবে সার্বিক ভাবে নারীদের সঙ্গে হওয়া অপরাধমূলক ঘটনার আঙ্গিকে দেখতে গেলে পশ্চিমবঙ্গের অবস্থা যে খুব ভালো তা বলা যায় না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত