ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাইডেনের ছেলের বিরুদ্ধে এবার কর ফাঁকির মামলা

বাইডেনের ছেলের বিরুদ্ধে এবার কর ফাঁকির মামলা

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ছেলে হান্টার বাইডেনের নামে এবার কর ফাঁকির অভিযোগে মামলা হয়েছে। গত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার একটি আদালতে তার বিরুদ্ধে কর ফাঁকিসহ ৯টি অভিযোগ আনা হয়। একটি বিশেষ কাউন্সিলের তদন্তে এসব অভিযোগের তথ্য উঠে আসে। এর আগে বাইডেনের ছেলে হান্টারের নামে মিথ্যা তথ্য দিয়ে আগ্নেয়াস্ত্র কেনার অভিযোগে একটি মামলা হয়। মামলাটি বিচারাধীন আছে। বাইডেনের ছেলের বিরুদ্ধে উত্থাপিত এসব অভিযোগ ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জো বাইডেনের অংশগ্রহণ প্রশ্নবিদ্ধ করে তুলেছে। ফেডারেল প্রসিকিউটররা ৫৩ বছর বয়সি হান্টার বাইডেনের বিরুদ্ধে বিচার বিভাগের বছরের দীর্ঘ তদন্তের অংশ হিসেবে গত বৃহস্পতিবার রাতে তিনটি অপরাধমূলক ও ছয়টি কর সম্পর্কিত অভিযোগসহ মোট ৯টি অভিযোগপত্র দায়ের করেছেন। হান্টারের বিরুদ্ধে কর দাখিল এবং পরিশোধে ব্যর্থ, কর ফাঁকি এবং মিথ্যা রিটার্ন দাখিল করার অভিযোগ আনা হয়েছে।

৫৬ পৃষ্ঠার আদালতের নথিতে অভিযোগ করা হয়েছে হান্টার বাইডেন ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত কর বছরগুলোতে তার পাওনা স্ব-মূল্যায়িত ফেডারেল ট্যাক্সে কমপক্ষে ১ দশমিক ৪ মিলিয়ন ডলার পরিশোধ না করার পরিকল্পনা করেছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত