ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নতুন শরণার্থী বিল নিয়ে ফ্রান্সে তীব্র বিক্ষোভ

নতুন শরণার্থী বিল নিয়ে ফ্রান্সে তীব্র বিক্ষোভ

ফ্রান্সে শরণার্থী আইনে বদল আনতে চান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁ। কড়া ডিপোরটেশন আইন তৈরির কথা বলা হয়েছে সেখানে। নতুন এই বিলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ শুরু হয়েছে গোটা ফ্রান্সের বিভিন্ন প্রান্তে। গত রোববার দুপুরে দক্ষিণ প্যারিসে এক বিশাল মিছিল বের হয়েছিল। আইনের বিরোধিতা করা হয় ওই মিছিল থেকে। মিছিলের সামনে হাতে মেগা ফোন নিয়ে হাঁটছিলেন আহমেদ সিবি। মালি থেকে পাঁচ বছর আগে ফ্রান্সে আশ্রয় নিতে এসেছিলেন এই ৩৩ বছরের শরণার্থী। দক্ষিণ প্যারিসে আন্দোলনের অন্যতম মুখ তিনি। ডাস্টবিন পরিষ্কার, অফিসে এবং বাড়িতে পরিচারিকার কাজ, বাসন মাজার কাজ- এই ধরনের বিভিন্ন কাজে অংশ নিতে হচ্ছে শরণার্থীদের। অথচ বিমা থেকে শুরু করে কোনোরকম সুযোগ-সুবিধা তারা পাচ্ছেন না। কারণ তারা শরণার্থী। তাদের কাগজ এখনো তৈরি হয়নি। ফরাসি নাগরিকদের স্বাচ্ছন্দ্যের জন্য সব নোংরা কাজ করেও তাদের জীবন দুর্বিসহ। মিছিলের একাধিক প্ল্যাকার্ডে এ বিষয়ে লেখা ছিল। সংবাদমাধ্যমকে এ নিয়ে আলাদা করে বলেছেন আহমেদ। আহমেদের বক্তব্য, শরণার্থীদের দিয়ে আগামী বছর প্যারিস অলিম্পিকের কাজও করানো হচ্ছে। স্টেডিয়াম তৈরি এবং সংস্কারের কাজ করানো হচ্ছে অথচ তাদের বৈধ কাগজপত্র দেয়া হচ্ছে না। আইন হওয়ার জন্য উচ্চকক্ষ এবং প্রেসিডেন্টের সই প্রয়োজন। বিশেষজ্ঞদের ধারণা, আগামী বছরের গোড়ায় বিলটি আইনটি পরিণত হতে পারে। ফরাসি রাজনীতিকদের একাংশের বক্তব্য, বাম এবং দক্ষিণপন্থিদের সঙ্গে আপসমীমাংসার মাধ্যমেই এই বিল তৈরি হয়েছে। কিন্তু শরণার্থীরা একথা মানতে নারাজ। তাদের বক্তব্য, এই বিল শরণার্থী বিরোধী। বিলে কী আছে, তা এখনো সম্পূর্ণ জানা যায়নি। তবে কয়েকটি তথ্য মিলেছে। তাতে বলা হয়েছে, অভিবাসনপ্রত্যাশীদের দেশে রাখা হবে কি না, তা ফাস্টট্র্যাক করা হবে। আপিলের সময়ও কমিয়ে দেয়া হবে। পরিবারের কাছে ফেরার রাস্তাও কঠিন করা হচ্ছে। অর্থাৎ, ফ্রান্সে পরিবারের কোনো সদস্য থাকলে তার পক্ষে অভিবাসন পাওয়া আগে অনেক সহজ ছিল, সেই আইনে বদল আনা হবে। ফ্রান্সে চিকিৎসার জন্য আসার রাস্তাও কঠিন করা হচ্ছে। আগে ১৩ বছরের কম বয়সিদের ডিপোর্ট করা হতো না। এবার সেই আইনেও বদলের কথা বলা হয়েছে।

এই সমস্ত আইনকেই চ্যালেঞ্জ করছেন অভিবাসনপ্রত্যাশী এবং শরণার্থীরা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত