নির্যাতিত নারীদের কারাগারে নিচ্ছে তালেবান : জাতিসংঘ

প্রকাশ : ১৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

আফগানিস্তানে তালেবান সরকার নির্যাতনের নারীদের সুরক্ষার দোহাই দিয়ে কারাগারে নিচ্ছে। জাতিসংঘের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এটি বলছে, নির্যাতনের শিকার নারীদের কারাগারে নেওয়ার কারণে তাদের মানসিক ও শারীরিক ক্ষতি হচ্ছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে নারীদের জন্য রাষ্ট্র পরিচালিত আর কোনো আশ্রয়কেন্দ্র নেই। কেননা তালেবান সরকার দেখছে, এ ধরনের আশ্রয়কেন্দ্রের কোনো প্রয়োজন নেই। আফগানিস্তানে তালেবানের নারী অধিকার দমন বেশ কঠোরভাবে করা হয়। দেশটিতে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ) বলছে, আফগান নারী ও মেয়েদের প্রতি নির্যাতনের ঘটনা তালিবানের ক্ষমতা দখলের আগে থেকেই বেশি। তবে তালেবানের ক্ষমতা দখলের পর থেকে এ পর্যন্ত নির্যাতনের ঘটনা আরও বেশি ঘটছে এবং অর্থনৈতিক, আর্থিক ও মানবিক সংকট দেশটিকে ক্ষতিগ্রস্ত করছে। এমনটি বলেছে ইউএনএএমএ।