ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

নির্যাতিত নারীদের কারাগারে নিচ্ছে তালেবান : জাতিসংঘ

নির্যাতিত নারীদের কারাগারে নিচ্ছে তালেবান : জাতিসংঘ

আফগানিস্তানে তালেবান সরকার নির্যাতনের নারীদের সুরক্ষার দোহাই দিয়ে কারাগারে নিচ্ছে। জাতিসংঘের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে। এটি বলছে, নির্যাতনের শিকার নারীদের কারাগারে নেওয়ার কারণে তাদের মানসিক ও শারীরিক ক্ষতি হচ্ছে। জাতিসংঘের প্রতিবেদনে বলা হয়েছে, আফগানিস্তানে নারীদের জন্য রাষ্ট্র পরিচালিত আর কোনো আশ্রয়কেন্দ্র নেই। কেননা তালেবান সরকার দেখছে, এ ধরনের আশ্রয়কেন্দ্রের কোনো প্রয়োজন নেই। আফগানিস্তানে তালেবানের নারী অধিকার দমন বেশ কঠোরভাবে করা হয়। দেশটিতে জাতিসংঘের সহায়তা মিশন (ইউএনএএমএ) বলছে, আফগান নারী ও মেয়েদের প্রতি নির্যাতনের ঘটনা তালিবানের ক্ষমতা দখলের আগে থেকেই বেশি। তবে তালেবানের ক্ষমতা দখলের পর থেকে এ পর্যন্ত নির্যাতনের ঘটনা আরও বেশি ঘটছে এবং অর্থনৈতিক, আর্থিক ও মানবিক সংকট দেশটিকে ক্ষতিগ্রস্ত করছে। এমনটি বলেছে ইউএনএএমএ।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত