ঢাকা ২২ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইউক্রেনের ৫ হাজার কোটি ইউরো সহায়তা আটকে দিল হাঙ্গেরি

ইউক্রেনের ৫ হাজার কোটি ইউরো সহায়তা আটকে দিল হাঙ্গেরি

ইউক্রেইকে সহায়তা হিসেবে দেওয়ার জন্য ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বরাদ্দ করা ৫ হাজার কোটি ইউরোর একটি তহবিল হাঙ্গেরি আটকে দিয়েছে। গত বৃহস্পতিবার ব্রাসেলসে ইইউ নেতারা ইউক্রেইন এবং মলদোভার সঙ্গে সদস্যপদ নিয়ে আলোচনা শুরু করতে সম্মত হওয়ার কয়েক ঘণ্টা পর ঘটনাটি ঘটেছে। ওই বৈঠকের পর হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্তর অরবান বলেন, ‘বৈঠকের

রাতের পালার সারাংশ হল : ইউক্রেইনের জন্য অতিরিক্ত অর্থে ভিটো।’ এই ত্রাণ সহায়তাবিষয়ক আলোচনা আবার আগামী বছর শুরু হবে বলে ইইউ নেতারা জানিয়েছেন। রাশিয়ার দখলদার বাহিনীর বিরুদ্ধে লড়াই করে চলছে ইউক্রেইন। এ লড়াই চালিয়ে নিতে দেশটি বিকল্পহীনভাবে ইইউ ও যুক্তরাষ্ট্রের ওপর নির্ভরশীল। বিবিসি জানিয়েছে, ইইউ নেতারা ইউক্রেইন ও মলদোভার সঙ্গে সদস্যপদ নিয়ে নিয়ে আলোচনা শুরু করার ও জর্জিয়াকে সদস্যপদ প্রার্থী হওয়ার মর্যাদা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কিছুক্ষণ পর অরবান ত্রাণ সহায়তা আটকে দেওয়ার ঘোষণা দেন। রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠ মিত্রতা ধরে রেখেছে হাঙ্গেরি। দেশটি দীর্ঘদিন ধরেই ইউক্রেইনকে ইইউ-এর সদস্যপদ দেওয়ার বিরোধিতা করে আসছে। কিন্তু শেষ পর্যন্ত তারা এই আলোচনা শুরু করার সিদ্ধান্তে ভিটো দেয়নি। পূর্বসম্মতভাবেই অরবান ক্ষণকালের জন্য আলোচনা কক্ষ ছেড়ে চলে যান, তখন ইইউয়ের অন্য ২৬ নেতা ভোট নিয়ে এগিয়ে যান। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মাইকেলের মুখপাত্র জানিয়েছেন, এই সিদ্ধান্ত হয়েছে সর্বসম্মতিক্রমে। ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সদস্যপদ দেওয়ার বিষয়ে ইইউয়ের সিদ্ধান্তকে ‘বিজয়’ বলে অভিহিত করেছেন। ইউক্রেইনের ত্রাণ তহবিল আটকে দেওয়ার হাঙ্গেরির সিদ্ধান্তের বিষয়ে হল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুটে বলেছেন, আমাদের হাতে এখনো কিছু সময় আছে, আগামী কয়েক সপ্তাহ চালানোর মতো অর্থ ইউক্রেইনের আছে। ২৬টি দেশ এ বিষয়ে সম্মতি দিয়েছে। ভিক্তর অরবান, হাঙ্গেরি, এখনো সেটি করতে পারেনি। ‘আগামী বছরের প্রথমদিকের মধ্যে আমরা একটি চুক্তি করে ফেলতে পারব বলে দৃঢ় বিশ্বাস আমার। আমার মনে হয় জানুয়ারির শেষের দিকে।’

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত