বায়ুদূষণ মোকাবিলায় কৃত্রিম বৃষ্টির আশ্রয় নিল পাকিস্তান

প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

পাকিস্তানে প্রথমবারের মতো কৃত্রিম বৃষ্টি ঝরানো হলো। মেগাসিটি লাহোরে বায়ুদূষণের বিপজ্জনক মাত্রা মোকাবিলায় এ বৃষ্টি ঝরানো হয় বলে জানিয়েছে প্রাদেশিক সরকার। খবর আল-জাজিরার। কৃত্রিমভাবে বৃষ্টি নামানোর সরঞ্জাম নিয়ে কয়েকটি প্লেন গত শনিবার পূর্বাঞ্চলীয় শহরটির আকাশে পৌঁছে যায়। শহরটি প্রায়ই বায়ুদূষণের তালিকায় শীর্ষের দিকেই জায়গা করে নেয়। পাঞ্জাবের কেয়ারটেকার সরকারের মুখ্যমন্ত্রী মোহসিন নাকবি সাংবাদিকদের বলেন, লাহোরের অন্তত ১০টি এলাকায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে। কর্তৃপক্ষ ১৫ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে কৃত্রিম বৃষ্টিপাতের প্রভাব পর্যবেক্ষণ করছে। লাহোরে বাতাসের গুণমান বা কোয়ালিটি বিশেষ করে গত কয়েক সপ্তাহে খারাপ পরিস্থিতিতে রয়েছে।