সরিয়ে নেয়া হচ্ছে অ্যামস্টার্ডামের নিষিদ্ধ পল্লি

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

অ্যামস্টার্ডামের নিষিদ্ধ পল্লি সরিয়ে নেয়া হচ্ছে। বিশ্বের বিখ্যাত ওই নিষিদ্ধপল্লিতে অবস্থান শত শত যৌনকর্মীর। তাদেরকে শহরের ভেতর থেকে সরিয়ে নিয়ে সাউথ ডিস্ট্রিক্টের দ্য ইউরোপা বুলভার্ডে পুনর্বাসন করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সেখানে থাকবে যৌনকর্মীদের আলাদা ক্লাব। এ খবর দিয়ে বৃটেনের একটি ট্যাবলয়েড পত্রিকা বলছে, ডাচ রাজধানী থেকে দক্ষিণে দ্য ইউরোপা বুলভার্ড নামের স্থান পছন্দ করেছেন শহরটির নির্বাহী কর্মকর্তারা। শহরের বাইরে তাদের জন্য সেখানে গড়ে তোলা হবে একটি সেন্টার। কারণ, তারা এখন যে এলাকায় অবস্থান করছেন তা ঐতিহাসিক ডা ওয়ালেন এলাকার পাশে। গাদাগাদি করে অবস্থান করে সেখানে। তাদেরকে সরিয়ে দিয়ে শহরটির পরিচ্ছন্ন ইমেজ ফেরানোর পরিকল্পনা হচ্ছে। মেয়র ফেমকে মিস হালসেমা তাদের জন্য একটি নিরাপদ, উচ্চ গুণগত মানসম্পন্ন কমপ্লেক্স নির্মাণ করবেন। তার ভেতর থাকবে সেক্স ক্লাব, পর্নোগ্রাফিক থিয়েটার এবং আরো আকর্ষণীয় বিষয়। তিনি বলেছেন, নতুন ইরোটিক সেন্টার নির্মাণের জন্য সবচেয়ে উপযুক্ত স্থান হলো সাউথ ডিস্ট্রিক্টের দ্য ইউরোপা বুলভার্ড।

৭ বছরের মধ্যে নতুন এই স্থানটি প্রস্তুত করা হবে। আগামী বছরের শুরুতে এই প্রস্তাবনা সিটি কাউন্সিলের কাছে উপস্থাপন করা হবে। শহরটির প্রশাসক বলেন, ইরোটিক সেন্টার নির্মাণের জন্য একটি স্থান খুঁজে পাওয়া ছিল কঠিন কাজ। শহরে পর্যটকের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে হু হু করে। এ কারণে কয়েক বছর ধরে নিষিদ্ধ পল্লি সরিয়ে নেয়ার চাপ বৃদ্ধি পাচ্ছিল। যৌনকর্মীদের ওই ইরোটিক সেন্টারের ভেতরেই সীমাবদ্ধ রাখা হবে। এতে পর্যটনের জন্য পরিচ্ছন্ন একটি ইমেজ তৈরি হবে। ফলে যারা পর্যটক বা সাধারণ মানুষের জন্য বিঘেœর কারণ হন তারা থাকবেন দূরে। মারিস্কা মাজুর (৫৪)। অ্যামস্টারডামের সাবেক যৌনকর্মী। বর্তমানে তিনি পরিচালনা করেন শহরের প্রস্টিটিউশন ইনফরমেশন সেন্টার। তিনি বলেছেন, নতুন স্থানে সরিয়ে নিলে যৌনকর্মীরা মনে করতে পারেন তাদেরকে লোকচক্ষুর অন্তরালে নিয়ে যাওয়া হচ্ছে। এতে তারা কাঙ্ক্ষিত খদ্দের পাবেন না।