গানসু ভূমিকম্পে নিহত ১৩১

প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

চীনের উত্তর-পশ্চিমাঞ্চলে ভূমিকম্পে অন্তত ১৩১ জন নিহত হয়েছে এবং উদ্ধার অভিযানও শেষ হতে যাচ্ছে। স্থানীয় সময় গত বুধবার কর্তৃপক্ষ বলেছে, তারা উদ্ধার অভিযান সমাপ্ত করতে চলছে এবং আহতদের চিকিৎসা ও যারা তাদের বাড়িঘর হারিয়েছেন, তাদের সাহায্য করার দিকে মনোনিবেশ করবে। ৬.২ মাত্রার ভূমিকম্প গত সোমবার রাতে গানসু প্রদেশের পাহাড়ি অঞ্চলে আঘাত হানে। এতে প্রায় এক হাজার মানুষ আহত এবং ১৩১ জন নিহত হয়েছে। প্রচণ্ড ঠান্ডা তাপমাত্রায় হাজার হাজার শ্রমিক উদ্ধারকাজে অংশ নেয়। স্থানীয় সময় গত মঙ্গলবার মাইনাস ১৩ ডিগ্রি সেলসিয়েস তামাত্রায় তারা উদ্ধার অভিযান চালায় বলে চীনা সংবাদমাধ্যম জানিয়েছে। এদিকে গানসুর দক্ষিণে প্রতিবেশী কিংহাই প্রদেশে এখনো ১৬ জন নিখোঁজ রয়েছেন। গানসু প্রদেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত জিশিশান অঞ্চলের স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, ওই এলাকার ৫ হাজারেরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে ভূমিকম্পে। প্রদেশের আরো অনেক ভবন ভূমিধসের ফলে সৃষ্ট কাদায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং রাস্তাগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকে বাড়িঘর ছেড়ে অস্থায়ী ক্যাম্পে আশ্রয় নিয়েছে। বেঁচে যাওয়া ব্যক্তিরা বলেছেন, ভূমিকম্পের কম্পন খুব তীব্রভাবে অনুভূত হয়েছে। তারা দ্রুত বাড়িঘর ছেড়ে বেড়িয়ে আসে।