কোকেনের বিনোদনমূলক ব্যবহারে বৈধতা দেবে সুইজারল্যান্ড

প্রকাশ : ২৩ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বিশ্বের প্রথম দেশ হিসেবে বিনোদনমূলক ব্যবহারের জন্য কোকেনকে বৈধ করতে যাচ্ছে সুইজারল্যান্ড। দেশটির পার্লামেন্ট মাদকের ব্যাপক ব্যবহার নিয়ন্ত্রণে আনার প্রয়াসে এই পাইলট প্রোগ্রামটিকে সমর্থন করেছে বলে জানিয়েছে নিউইয়র্ক পোস্ট। তবে এই প্রকল্প এখনও স্থগিত হয়ে যেতে পারে। কারণ বিলটি পাস হতে হলে বিরোধিতা কাটিয়ে উঠতে হবে ও বাস্তবিত করার জন্য ফেডারেল আইনের পরিবর্তন প্রয়োজন। সুইজারল্যান্ড কোকেনের বিষয়ে তার অবস্থান পুনরায় পরীক্ষা করছে। কারণ অনেক বিশেষজ্ঞ কোকেনের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞাকে অকার্যকর বলে সমালোচনা করেছেন। এরপরই কোকেন বৈধ করার প্রস্তাব উঠেছে। সমালোচকদের মতে, বৈধ করা হলে বাজারের ওপর বৃহত্তর নিয়ন্ত্রণ ও নিরাপদ ব্যবহার বেড়ে যাবে। তারা আর অবৈধভাবে এসব কিনবে না। প্রস্তাবটির কো-স্পন্সর বিকল্প বাম দলের বার্ন কাউন্সিলের সদস্য ইভা চেন বলেন, ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ ব্যর্থ হয়েছে।