তীব্র গরমে পুড়ছে অস্ট্রেলিয়া

দাবানল জ্বলে ওঠার শঙ্কা

প্রকাশ : ২৬ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

তীব্র ও অসহ্যকর গরমে পুড়ছে প্রশান্ত মহাসাগরের দেশ অস্ট্রেলিয়া। দেশটির স্থানীয় প্রশাসন সতর্কতা দিয়েছে, গরমের কারণে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় দাবানল জ্বলে ওঠার শঙ্কা দেখা দিয়েছে। অস্ট্রেলিয়ার আবহাওয়া দপ্তর গত রোববার বিভিন্ন রাজ্যে সতর্কতা জারি করেছে। তারা বলেছে, দেশের কোথাও কোথাও তাপমাত্রা ৪৫ ডিগ্রি সেলসিয়াসে পর্যন্ত পৌঁছাতে পারে। গত রোববার দেশের সবচেয়ে বড় রাজ্য ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার রাজধানী পার্থে ৩৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। সাধারণত ডিসেম্বরের এই সময়ে পার্থের তাপমাত্রা ৩০ ডিগ্রি থাকার কথা। কিন্তু সেটি ৩৫ ডিগ্রি সেলসিয়াসে ওঠেছে। আবহাওয়ার বিশেষ অবস্থা এল নিনোর প্রভাবে অস্ট্রেলিয়ায় অসময়ে তাপমাত্রা বৃদ্ধি হতে দেখা যাচ্ছে। এল নিনোর প্রভাবে প্রশান্ত মহাসাগরে উষ্ণ হয়ে ওঠে। সাগরের উষ্ণতা বৃদ্ধির কারণে দাবদাহ, সাইক্লোন, খরা এবং দাবানলের সৃষ্টি হয়। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ায় রোববারও অন্তত ২০টি দাবানল জ্বলছিল। যার মধ্যে পেম্বারটনের দাবানলটি নিয়ন্ত্রণের বাইরে রয়েছে। শহরটিতে প্রায় ৫ হাজার মানুষের বসবাস রয়েছে। ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার রাজ্য সরকার আগুন লাগার ব্যাপারে উচ্চ সতর্কতা জারি করেছে। খনিসমৃদ্ধ ওয়েস্টার্ন অস্ট্রেলিয়া দেশটির পশ্চিমাঞ্চলের চার ভাগের তিন ভাগ অঞ্চলজুড়ে গঠিত।