ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

২৬ বছরে সবচেয়ে উষ্ণ বড়দিন দেখল যুক্তরাজ্য

২৬ বছরে সবচেয়ে উষ্ণ বড়দিন দেখল যুক্তরাজ্য

যুক্তরাজ্যের বাসিন্দারা গত ২৬ বছরের মধ্যে চলতি বছর সবচেয়ে উষ্ণ বড়দিন উদযাপন করছে। দেশটির আবহাওয়া দপ্তর জানিয়েছে, গতকাল ইংল্যান্ডের হিথ্রো এলাকায় তাপমাত্রা ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। দেশটির অন্যান্য অঞ্চলেও প্রায় একই তাপমাত্রা বিরাজ করছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। আবহাওয়া দপ্তরের রেকর্ড অনুযায়ী, এর আগে ১৯৯৭ সালের বড়দিনে ইংল্যান্ডের তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। তারও আগে, ১৯৩১ সালে স্কটল্যান্ডের এবারডিন এবং ব্যানফে ২৫ ডিসেম্বর এই তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল। যুক্তরাজ্যের ইতিহাসে সবচেয়ে উষ্ণ বড়দিন দেখা গিয়েছিল ১৯২০ সালে। আবহাওয়া দপ্তরের রেকর্ড বলছে, সেদিন দেশজুড়ে গড় তাপমাত্রা ছিল ১৫ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া দপ্তরের কর্মকর্তা ড্যান স্ট্রোউড বিবিসিকে জানিয়েছেন, আজ থেকে তাপমাত্রা ১৪ কিংবা ১৩ ডিগ্রিতে নেমে আসতে পারে। এদিকে যুক্তরাজ্যের নর্দার্ন আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ড-ইংল্যান্ড সীমান্তের বেশ কিছু এলাকায় ২৪ ডিসেম্বর থেকে ঝড়ো বাতাস ও বৃষ্টি শুরু হয়েছে; আর ওয়েলসে ২৪ তারিখ থেকে থেমে থেমে চলছে বর্ষণ। আবহওয়া দপ্তর জানিয়েছে, গতকাল সোমবার স্কটল্যান্ডের উত্তরাঞ্চলের অধিকাংশ এলাকাতেও বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। দেশটির বিভিন্ন এলাকায় এরই মধ্যে আবহাওয়া বিষয়ক হলুদ সতর্কতা সংকেত প্রদর্শন করার নির্দেশ দেওয়া হয়েছে। শীতল আবহাওয়ার দেশ যুক্তরাজ্যে বড়দিনের দিন যদি বরফ পড়ে, তাহলে ধরে নেওয়া হয়; আবহাওয়া স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত