ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইউক্রেনের মারিঙ্কা শহর দখলের দাবি রাশিয়ার

ইউক্রেনের মারিঙ্কা শহর দখলের দাবি রাশিয়ার

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় ডোনেস্ক অঞ্চলের মারিঙ্কা শহর দখলের দাবি করেছে রাশিয়া। গত সোমবার রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, রুশ সামরিক বাহিনী মারিঙ্কা শহরের পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে। তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে এক বৈঠকে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সের্গেই শোইগু বলেন, ‘উভয় পক্ষের মধ্যে তুমুল লড়াইয়ের পর সাউদার্ন গ্রুপকে পরাজিত করে মারিঙ্কাকে সম্পূর্ণভাবে স্বাধীন করা হয়েছে।’ শোইগু বলেন, রাশিয়ার অগ্রগতি এই অঞ্চলে ইউক্রেনের সক্ষমতা কমিয়ে রুশ সামরিক বাহিনীকে আরো সুযোগ এনে দিয়েছে। এ সময় তিনি জানিয়েছেন, রুশ সেনাবাহিনী উল্লেখযোগ্যভাবে ইউক্রেনের আর্টিলারিকে ডোনেস্ক শহর থেকে পশ্চিম দিকে সরিয়ে দিয়েছে।

এদিকে, রাশিয়ার এমন দাবির বিষয়ে এখনো কোনো মন্তব্য করেননি ইউক্রেনের কর্মকর্তারা।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত