ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

যুদ্ধবিরোধী কবিতা পাঠের দায়ে রাশিয়ায় দুই কবির কারাদণ্ড

যুদ্ধবিরোধী কবিতা পাঠের দায়ে রাশিয়ায় দুই কবির কারাদণ্ড

মস্কোতে যুদ্ধবিরোধী কবিতা পাঠে অংশ নেওয়ার অপরাধে রাশিয়ার দুই কবিকে দীর্ঘমেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে। মস্কোর একটি আদালত রায় দেন। রায়ে আদালত আর্তিয়োম কামারদিনকে সাত বছরের এবং ইয়েগর শতোভবাকে সাড়ে পাছ বছরের কারাদণ্ড দিয়েছেন। রুশ সেনাদের বিরুদ্ধে ঘৃণা উসকে দেওয়া এবং রাষ্ট্রীয় নিরাপত্তার বিরুদ্ধে আপিলের অভিযোগ আনা হয় তাদের বিরুদ্ধে। দুজনই নির্দোষ বলে দাবি করেছেন। রাশিয়ার মানবাধিকার গোষ্ঠীগুলো দেশটিতে ভিন্নমতের নজিরবিহীন দমন হিসেবে এ রায়ের নিন্দা জানিয়েছে। নিকোলাই ডেনেকো নামে তৃতীয় আরেকজন কবি, যিনি কবিতা পাঠে অংশ নিয়েছিলেন, দোষী সাব্যস্ত করার পর এবং তদন্তে সহযোগিতা করার পর চলতি বছরের শুরুতে তাকে চার বছরের সাজা দেওয়া হয়েছিল। ২০২২ সালের ২৫ সেপ্টেম্বর কবিতা পাঠের এক অনুষ্ঠানে ৩৩ বছর বয়সি কামারদিন একটি কবিতা পাঠ করেন। মায়াকোভস্কি রিডিংস নামে কবিতা পাঠের অনুষ্ঠানটি ত্রিউমফালনায়া স্কয়ারে ভিন্নমতাবলম্বী ও অধিকারকর্মীদের আকৃষ্ট করে। স্কয়ারটি আগে মায়াকোভস্কি স্কয়ার নামে পরিচিত ছিল। ২৩ বছর বয়সী শতোভবাও কবিতা পাঠের অনুষ্ঠানটিতে অংশ নেন। কারমাদিন যে কবিতাটি পাঠ করেন, সেটিতে দক্ষিণ ইউক্রেনে রুশ সাম্রাজ্যবাদের কঠোর সমালোচনা করা হয়েছিল। তার গ্রেপ্তারের সময়ে স্ত্রী আলেক্সান্দ্রা পোপোভা বিবিসিকে বলেছিলেন, পুলিশ তাদের ফ্ল্যাট তছনছ করেছিল। শতোভবা বলেন, গেল বছরই প্রথমবারের মতো কবিতা পাঠের অনুষ্ঠানটিতে যোগ দিয়েছিলেন তিনি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত