ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৩০ জন নিহত

প্রকাশ : ৩১ ডিসেম্বর ২০২৩, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

গত শুক্রবার ইউক্রেনে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় ৩০ জন নিহত হয়েছেন। ওই হামলায় আহত হয়েছেন আরও শাতাধিক। ইউক্রেনের সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি জালুঝনি বলেছেন, হামলার লক্ষ্যবস্তু ছিল গুরুত্বপূর্ণ অবকাঠামো এবং শিল্প ও সামরিক স্থাপনা। তবে রাশিয়ার পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি। দক্ষিণ ও পশ্চিম কিয়েভের সামরিক প্রশাসন জানিয়েছে, কিয়েভের একটি ক্ষতিগ্রস্ত গুদামের ধ্বংসাবশেষের নিচে দশজন লোক আটকা পড়েছে। খবর রয়টার্স। ইউক্রেনের এয়ারফোর্স কমান্ডার মাইকোলা ওলেশচুক বলেছেন, ২০২২ সালের ফেব্রুয়ারিতে আক্রমণের পর থেকে আকাশপথে রাশিয়ার সবচেয়ে বড় ব্যারেজ হামলা ছিল এটি।