ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বিদ্রোহীদের তোপে ভারতে পালাল মিয়ানমারের ১৫১ সেনা

বিদ্রোহীদের তোপে ভারতে পালাল মিয়ানমারের ১৫১ সেনা

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারের সামরিক বাহিনীর সাথে দেশটির জাতিগত সংখ্যালঘু বিদ্রোহীদের সংঘর্ষ ব্যাপক আকার ধারণ করেছে। দেশটির কয়েকটি প্রদেশে বিদ্রোহীদের সাথে চলছে সামরিক বাহিনীর এই সংঘাত। আর সশস্ত্র জাতিগত গোষ্ঠীর সাথে সংঘর্ষের মধ্যেই ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মিজোরামে পালিয়ে গেছে মিয়ানমারের ১৫১ জন সৈন্য।

সঙ্গে সীমান্ত এলাকায় সংঘর্ষের পর তারা ভারতে প্রবেশ করেন এবং সেখানে আসাম রাইফেলসের কাছে আশ্রয় নেন। ভারতীয় বার্তাসংস্থা পিটিআইয়ের বরাত দিয়ে গত শনিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম এনডিটিভি। আসাম রাইফেলসের একজন কর্মকর্তা শনিবার বলেছেন, প্রতিবেশী দেশ মিয়ানমারে তাদের সামরিক ঘাঁটিগুলো একটি সশস্ত্র জাতিগত গোষ্ঠী দখল করে নেওয়ার পরে কমপক্ষে ১৫১ জন মিয়ানমারের সৈন্য মিজোরামের লংটলাই জেলায় পালিয়ে এসেছেন। এনডিটিভি বলছে, বিদ্রোহীগোষ্ঠী আরাকান আর্মির যোদ্ধারা হামলা চালিয়ে আন্তর্জাতিক সীমান্তের কাছে অবস্থিত সেনা ঘাঁটি দখলে নেওয়ার পর মিয়ানমারের সেনাবাহিনীর এসব সদস্য অস্ত্র নিয়ে পালিয়ে যান এবং গত শুক্রবার লংটলাই জেলার তুইসেন্টল্যাং-এ আসাম রাইফেলসের কাছে আশ্রয় নেন।

আসাম রাইফেলসের ওই কর্মকর্তা আরো বলেন, ভারতীয় সীমান্তের কাছাকাছি এলাকায় গত কয়েক দিন ধরে মিয়ানমার সেনাবাহিনী এবং আরাকান আর্মির যোদ্ধাদের মধ্যে তীব্র বন্দুকযুদ্ধ চলছে। তিনি বলেন, গেল শুক্রবার মিজোরামে প্রবেশকারী মিয়ানমারের সেনাবাহিনীর কিছু সদস্য গুরুতরভাবে আহত অবস্থায় ছিলেন এবং আসাম রাইফেলস তাদের প্রাথমিক চিকিৎসাও প্রদান করে। তিনি বলেন, মিয়ানমার সেনাবাহিনীর সৈন্যরা এখন মিয়ানমার সীমান্তের কাছে লংটলাই জেলার পারভাতে আসাম রাইফেলসের নিরাপদ হেফাজতে রয়েছে। তিনি আরো বলেন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং মিয়ানমারের সামরিক সরকারের মধ্যে আলোচনা চলছে এবং কিছু দিনের মধ্যেই মিয়ানমারের সৈন্যদের তাদের দেশে ফেরত পাঠানো হবে। এর আগে গত নভেম্বরে গণতন্ত্রপন্থি মিলিশিয়া পিপলস ডিফেন্স ফোর্স (পিডিএফ) মিয়ানমার-ভারত সীমান্তে বেশ কয়েকটি সামরিক ঘাঁটি দখল করে নেওয়ার পর মিয়ানমারের মোট ১০৪ জন সৈন্য মিজোরামে পালিয়ে এসেছিলেন। পরে ভারতীয় বিমানবাহিনী তাদের বিমানে করে মণিপুরের মোরেতে নিয়ে যায়। পরে সেখান থেকে তারা আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে মিয়ানমারের নিকটতম সীমান্ত শহর তামুতে প্রবেশ করে।

মূলত ২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসার পর মিয়ানমারের সামরিক জান্তা সম্প্রতি সবচেয়ে বড় সংকটের মুখোমুখি হয়েছে। কয়েক মাস আগে দেশটির জাতিগত সংখ্যালঘু তিনটি গোষ্ঠীর সদস্যরা জান্তা বাহিনীর বিরুদ্ধে একযোগে সমন্বিত হামলা শুরু করে।

ইতোমধ্যে তারা নিরাপত্তা বাহিনীকে হটিয়ে কিছু শহর ও সামরিক চৌকির দখল নিয়েছে। অবশ্য চলতি মাসের শুরুর দিকে মিয়ানমারের ক্ষমতাসীন সামরিক বাহিনীর সাথে দেশটির বিদ্রোহী গোষ্ঠীগুলোর শান্তি আলোচনায় মধ্যস্থতা করেছিল চীন। ওই সময় উভয়পক্ষ অস্থায়ী যুদ্ধবিরতি এবং সংলাপ বজায় রাখতে সম্মত হয়েছিল। তবে বিদ্রোহীদের জোট পরে এক বিবৃতিতে মিয়ানমারের ‘স্বৈরাচার সরকারকে’ পরাজিত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে এবং শান্তি আলোচনা বা যুদ্ধবিরতির কথা উল্লেখ করেনি। এই পরিস্থিতিতে দিন কয়েক আগে নাগরিকদের উত্তর মিয়ানমার ছাড়ার নির্দেশ দেয় চীন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত