কারাগারে ইমরান খান : বেড়েছে দলের জনপ্রিয়তা

প্রকাশ : ০৪ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

দল তেহরিক-ই-ইনসাফ দেশটিতে বেশি জনপ্রিয়। কয়েকটি জরিপ বা মূল্যায়নে এমন তথ্য উঠে এসেছে। গত মঙ্গলবার পাকিস্তানভিত্তিক সংবাদমাধ্যম জিও নিউজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বলা হয়েছে, জাতীয় নির্বাচন সামনে রেখে পাকিস্তানের রাজনৈতিক দল ও নেতাদের ওপর জরিপ করা হয়েছে। এতে দেখা গেছে, এখনো ইমরান খান ও তার দল বেশি জনপ্রিয়। যদিও পাঞ্জাবে তেহরিক-ই-ইনসাফ ও পিএমএলএন প্রায় সমান জনপ্রিয়। অর্থাৎ এখানে পিটিআইয়ের জনপ্রিয়তা কিছুটা কমেছে, অন্যদিকে বেড়েছে পিএমএলএন-এর। জনপ্রিয়তার দিক থেকে পাকিস্তানজুড়ে প্রথম সারির রাজনৈতিক দল দুইটির মধ্যে পার্থক্য বেশি। অর্থাৎ এক্ষেত্রে ইমরান খানের দল অনেকটাই এগিয়ে রয়েছে। জরিপের বরাত দিয়ে বলা হয়েছে, ২০১৮ সালের চেয়ে বর্তমানে ইমরান খানের দলের জনপ্রিয়তা বেড়েছে। কিন্তু জনপ্রিয়তা বাড়লেও দুর্নীতির মামলায় অভিযুক্ত হয়ে এই মুহূর্তে কারাগারে বন্দি রয়েছেন ইমরান খান। আসন্ন জাতীয় নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না। তাছাড়া তার দলেরও অধিকাংশ প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়েছে।