ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

জাপানে ভূমিকম্প

জীবিতরা ভারি বৃষ্টিপাত ও ভূমিধস আতঙ্কে

জীবিতরা ভারি বৃষ্টিপাত ও ভূমিধস আতঙ্কে

নতুন বছরের প্রথম দিন জাপানে আঘাত হেনেছে মারাত্মক ভূমিকম্প। ভূমিকম্পে মৃতের সংখ্যা গতকাল বুধবার বেড়ে দাঁড়িয়েছে ৬২ জনে। হিমাঙ্কের নিচে চলে যাওয়া তাপমাত্রা এবং বৃষ্টির পূর্বাভাসের মুখোমুখি হয়ে বেঁচে থাকা মানুষগুলোকে সাহায্যের জন্য এগিয়ে এসেছে কর্তৃপক্ষ। গত সোমবার বিকালে ৭.৬ মাত্রার ভূমিকম্পটি নোটো উপদ্বীপে আঘাত হানে। ভূমিকম্পের আঘাতে বাড়িঘর ধ্বংস হয়ে যায় এবং প্রত্যন্ত অঞ্চলগুলোতে প্রয়োজনীয় সাহায্য সরবরাহ ব্যাহত হয়। ভূমিকম্পের পর জাপানের আবহাওয়া সংস্থা জাপান সাগরে বড় সুনামির সতর্কতা জারি করলেও পরে অবশ্য তা তুলে নেওয়া হয়েছে, যার অর্থ সুনামির ঝুঁকি আর নেই। গতকাল বুধবার ভূমিধসের আশঙ্কাসহ ভূমিকম্প-বিধ্বস্ত এলাকায় ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলেছে, এমন হলে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া অনেক মানুষকে উদ্ধার করা আরো বাধাগ্রস্ত হতে পারে। ভেঙে পড়া রাস্তা, ক্ষতিগ্রস্ত অবকাঠামোর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে উদ্ধার প্রচেষ্টা জটিল হয়ে পড়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত