ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত তিন

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষে নিহত তিন

ইন্দোনেশিয়ায় দুই ট্রেনের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত তিনজন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। গতকাল বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, গতকাল পশ্চিম জাভায় কমিউটার ট্রেনের সঙ্গে অন্য ট্রেনের সংঘর্ষ হয়। এতে দুই ট্রেনের মধ্যে দুই ব্যক্তি চাপা পড়েছেন। তাদের উদ্ধারের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে উদ্ধারকারীরা। এছাড়া দুর্ঘটনায় তিনজন নিহত ও ২৮ জন আহত হয়েছেন। সম্প্রচারমাধ্যম মেট্রো টিভি ও কম্পাস টিভির প্রতিবেদনে দেখা গেছে, দুর্ঘটনার পর উদ্ধারকারীরা যাত্রীদের দুর্ঘটনাকবলিত ট্রেনটি থেকে বের করার জন্য চেষ্টা চলছে। দুঘটনায় সেখানে ট্রেন চলাচল পুরোপুরি বন্ধ হয়ে গেছে। দেশটির উদ্ধারকারী সংস্থার প্রধান হেরি মারান্তিকা বলেন, দুই মধ্যে চাপা পড়া দুই ব্যক্তিকে উদ্ধারের জন্য জোর চেষ্টা চলছে। তবে তারা জীবিত আছে কিনা তা তিনি জানাননি। ইন্দোনেশিয়ার প্রাদেশিক পুলিশের মুখপাত্র টম্পো জানান, শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টায় জাভা প্রদেশের সিকালংকাতে ধানখেতের কাছ এ দুর্ঘটনা ঘটে। এতে ট্রেনের বগি উল্টে যায়। ফলে অনেকে হতাহত হয়েছেন। পুলিশের এ মুখপাত্র জানান, নিহত তিনজনই ট্রেনের কেবিন ক্রু ছিলেন। এছাড়া ট্রেন থেকে ৪৭৮ জনকে উদ্ধার করা হয়েছে এবং ২৮ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ট্রেনের সংঘর্ষের কারণ এখনও স্পষ্ট নয়। এ ঘটনায় ট্রেনের পরিচালনাকারী সংস্থা পিটি আই ও স্থানীয় সরকার জানিয়েছে, নিরাপত্তা কর্মকর্তাদের নিয়ে বিষয়টি তদন্ত করে দেখা হবে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত