ইকুয়েডরে দেশজুড়ে জরুরি অবস্থা

প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

সবচেয়ে বিপজ্জনক গ্যাং নেতাদের একজন কারাগার থেকে নিখোঁজ হওয়ার পর জরুরি অবস্থা জারি করেছে ইকুয়েডর। গত সোমবার দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেন দেশটির প্রেসিডেন্ট ড্যানিয়েল নোবোয়া। আনাদুলু এজেন্সির খবরে বলা হয়েছে, ইকুয়েডরের প্রেসিডেন্ট দেশটিতে ৬০ দিনের জরুরি অবস্থা ঘোষণা করেছেন। গত বছরের নভেম্বরে ক্ষমতা গ্রহণের পর প্রথমবারের মতো এই ঘোষণা দিলেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে নোবোয়া বলেন, ‘আমি জরুরি অবস্থার জন্য একটি ডিক্রিতে স্বাক্ষর করেছি, যাতে সশস্ত্র বাহিনী তাদের ক্রিয়াকলাপে সমস্ত রাজনৈতিক এবং আইনি সমর্থন পায়।’ জরুরি অবস্থা দেশটিতে সেনাবাহিনীকে অভ্যন্তরীণ নিরাপত্তা নিয়ন্ত্রণে কাজ করার অনুমতি দেয়, বিশেষ করে কারাগারে। পূর্ববর্তী প্রেসিডেন্টরাও এই পদ্ধতি গ্রহণ করেছেন। শক্তিশালী লস চোনেরোস গ্যাংয়ের নেতা হোসে অ্যাডলফো ম্যাকিয়াস ওরফে ফিটো গত রোববার গুয়াকিল শহরের একটি কারাগারের উচ্চণ্ডনিরাপত্তা সেল থেকে নিখোঁজ হয়েছেন। ম্যাকিয়াসকে ২০১১ সালে হত্যা এবং মাদক পাচারসহ বিভিন্ন অপরাধে ৩৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল। এরপর লস চোনেরোস গ্যাং মাদক পাচারের রুট নিয়ে মেক্সিকো এবং কলম্বিয়ার কার্টেলের অন্যান্য অপরাধী গোষ্ঠীর সাথে রক্তক্ষয়ী বিরোধে জড়িয়ে পড়ে। ম্যাকিয়াসের অবস্থান খুঁজে বের করতে পুলিশ ও সশস্ত্র বাহিনীর ৩ হাজার জনেরও বেশি সদস্যকে মোতায়েন করা হয়েছে।