ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ফ্রান্সের সবচেয়ে কম বয়সি প্রধানমন্ত্রী হচ্ছেন গ্যাব্রিয়েল আতাল

ফ্রান্সের সবচেয়ে কম বয়সি প্রধানমন্ত্রী হচ্ছেন গ্যাব্রিয়েল আতাল

ফ্রান্সের সবচেয়ে কম বয়সি প্রধানমন্ত্রী হচ্ছেন গ্যাব্রিয়েল আতাল। ফ্রান্সের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন গ্যাব্রিয়েল আতাল। ইমানুয়েল ম্যাক্রো নতুন সরকারের সঙ্গে তার প্রেসিডেন্সি সঞ্জীবিত করার লক্ষ্য নিয়েছেন। এর অংশ হিসেবেই নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষিত হলো। খবর বিবিসির। আধুনিক ফ্রান্সের ইতিহাসে সবচেয়ে কম বয়সি প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন আতাল।

মাত্র ৩৪ বছর বয়সে তিনি প্রধানমন্ত্রীর পদে বসছেন। এর আগে ১৯৮৪ সালে ৩৭ বছর বয়সি লোঁরা ফ্যাবিউস প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছিলেন। গ্যাব্রিয়েল আতাল এলিজাবেথ বর্নির স্থলাভিষিক্ত হচ্ছেন, যিনি ২০ মাসের মাথায় পদত্যাগ করেন।

পুরো সময়জুড়ে তাকে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার অভাবের মধ্য দিয়ে যেতে হয়েছে। গ্যাব্রিয়েল আতার বর্তমানে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করছেন। নিশ্চিতভাবেই প্রধানমন্ত্রীর এ নিয়োগ নজর কেড়েছে। আগামী জুনে ইউরোপীয় পার্লামেন্টের গুরুত্বপূর্ণ নির্বাচনে ফ্রান্স সরকারকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব এখন তার হাতে থাকবে রাজনীতিতে দ্রুত তার উত্থান হয়েছে। মাত্র দশ বছর আগে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিষ্প্রতিভ এক উপদেষ্টা এবং সমাজতন্ত্রীদের কার্ডধারী সদস্য ছিলেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত