ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আমাজনে মিলল ৩ হাজার বছরের পুরোনো শহর!

আমাজনে মিলল ৩ হাজার বছরের পুরোনো শহর!

আমাজনে অরণ্যে হদিশ মিলল ৩০০০ বছর পুরোনো এক শহরের। নিবিড় সবুজের মধ্যে এতদিন গোপন ছিল এটি। ২০১৫ সালে ‘এলআইডিএআর’ তথা ‘লিডার’ সার্ভের (রিমোট সেন্সিংয়ের একটি বহুল ব্যবহৃত পদ্ধতি) মাধ্যমে জানা গিয়েছিল এর অস্তিত্ব। তবে উদ্ভাবনের পর এই প্রথম প্রকাশ্যে এলো সেই গোপন শহর সম্পর্কে খুঁটিনাটি তথ্য। গবেষণাপত্রের অন্যতম লেখক অ্যান্টোয়িন ডরিসন জানিয়েছেন, শহরটি আকৃতিতে বিশাল। আমাজনের গভীর অরণ্যের যে অংশটি ইকুয়েডরে অবস্থিত, সেখানেই মিলেছে এর হদিশ। প্রাচীন উপানো উপত্যকায় একটি আগ্নেয়গিরির পেছনের দিকে এর অবস্থান। খবর এনডিটিভির। উল্লেখ্য, ফ্রান্সের ন্যাশনাল সেন্টার ফর সায়েন্টিফিক রিসার্চের গবেষকরা এই সমীক্ষা চালিয়েছিলেন। নেতৃত্বে ছিলেন তার অধিকর্তা, অধ্যাপক স্টিফেন রস্টেন। তিনি জানিয়েছেন, ‘আমাজনে এ যাবৎকালের মধ্যে যত প্রাচীন শহরের খোঁজ মিলেছে, তাদের থেকে সদ্য আবিষ্কৃত এই শহর বেশি পুরোনো। সভ্যতা বলতে আমাদের মাথায় সবার আগে ইউরোপীয় আদলের কথা আসে ঠিকই, কিন্তু এই আবিষ্কার সভ্যতা এবং সংস্কৃতি সম্পর্কে আমাদের এতদিনের চিরাচরিত ধারণায় বদল এনেছে।’ তিনি আরও বলেন, ‘ওই শহরের অধিকাংশ মানুষ ছোট ছোট দলে বিভক্ত হয়ে থাকতেন। অধিকাংশ মানুষই অর্ধনগ্ন হয়ে ঘুরতেন। বাস করতেন কুঁড়েঘরে। জঙ্গল কেটে, সাফ করে অনেকেই চাষবাসও করতেন।’ জানা গেছে, ইকুয়েডরের প্রাচীন উপত্যকার একটি আগ্নেয়গিরির পেছনে গবেষণা চালাতে গিয়ে কিছু বিশেষ দিকে চোখ আটকে যায় বিজ্ঞানীদের। তারা ‘লিডার’ প্রযুক্তির সাহায্য নেন। ত্রিমাত্রিক ছবিতে পুরোনো শহরের অস্তিত্ব ধরা পড়ে। সড়কপথে এবং ছোট ছোট খালের মাধ্যমে অন্য বড় শহরগুলোর সঙ্গে এই শহরটি যুক্ত ছিল বলে দাবি বিজ্ঞানীদের।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত