ভূমিকম্পে জাপানে সরে গেছে উপকূলীয় সীমা

প্রকাশ : ১৮ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বছরের প্রথম দিন ৭.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল জাপান। সেই ভূমিকম্পে নিহত হয়েছিল ২১৩ জন। এই বিপর্যয়ে ২৬ হাজার মানুষকে আশ্রয়কেন্দ্রে নিয়ে যেতে হয়েছিল। ১৫ হাজার পরিবার বিদ্যুৎহীন হয়ে পড়েছিল। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সে দিনের ভূমিকম্প এতটাই শক্তিশালী ছিল যে, সমুদ্র ঘেঁষে নতুন জমি জেগে উঠেছে। উপগ্রহচিত্রে ধরা পড়েছে সেই দৃশ্য। বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ভূমিকম্পের জেরে সমুদ্র উপকূল সীমা গিয়েছে।