ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পশ্চিম অস্ট্রেলিয়ায় তীব্র দাবদাহ দাবানলের আশঙ্কা

পশ্চিম অস্ট্রেলিয়ায় তীব্র দাবদাহ দাবানলের আশঙ্কা

পশ্চিম অস্ট্রেলিয়ার অধিকাংশ এলাকায় তীব্র তাপপ্রবাহ শুরু হয়েছে। এতে সেখানে দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। গত শনিবার দেশটির এক আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। পশ্চিম অস্ট্রেলিয়ার পার্থ থেকে ১৫০০ কিলোমিটার দূরে প্যারাবার্ডোর পিলব্যারো শহরে ৪৭ ডিগ্রি তাপমাত্রার পূর্বভাস দেওয়া হয়, যা জানুয়ারির স্বাভাবিক তাপমাত্রার চেয়ে ৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। এর আগে ২০২২ সালের ১৩ জানুয়ারি পিলব্যারোতে ৫০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়, যা অস্ট্রেলিয়ার ইতিহাসে সর্বোচ্চ। বৈশ্বিক জলবায়ুর প্রাকৃতিক ইভেন্ট এলনিনোর মধ্যে এমন গরম আবহাওয়া পরিস্থিতির কারণে সেখানে তীব্র দাবানল ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত