ন্যাটোর বৃহত্তম মহড়া আগামী সপ্তাহেই শুরু

প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

‘স্টেডফাস্ট ডিফেন্ডার-২০২৪’ নামে ন্যাটোর এ যাবৎকালের বৃহত্তম মহড়াটি আগামী সপ্তাহেই শুরু হচ্ছে। মে মাস পর্যন্ত এটি চলবে। ইউরোপে ন্যাটোর সর্বোচ্চ কমান্ডার জেনারেল ক্রিস ক্যাভোলি বলেছেন, জোটের অংশীদার সুইডেন ও ৩১টি সদস্য রাষ্ট্রের প্রায় ৯০ হাজার সেনার অংশগ্রহণে এটি হবে কয়েক দশকের মধ্যে সবচেয়ে বড় মহড়া। জেনারেল ক্রিস ক্যাভোলি সম্প্রতি ব্রাসেলসে বলেন, ‘স্টেডফাস্ট ডিফেন্ডার-২০২৪’ হবে আমাদের ঐক্য, শক্তি এবং একে অন্যকে রক্ষা করার জন্য অবিচল সংকল্পের নীতির সুস্পষ্ট প্রদর্শন। ইউরোপে ন্যাটোর প্রধান সামরিক কর্মকর্তা মার্কিন জেনারেল ক্রিস ক্যাভোলি এবং ন্যাটোর সুপ্রিম মিলিটারি কমিটির চেয়ারম্যান ডাচ অ্যাডমিরাল রব বাউয়ারের সঙ্গে ন্যাটোর প্রতিরক্ষা প্রধানদের দুই দিনের জরুরি বৈঠকের পর পরিকল্পিত মহড়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।