ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

গুয়াতেমালায় এক পেশাদার খুনির ৮০৮ বছর জেল

গুয়াতেমালায় এক পেশাদার খুনির ৮০৮ বছর জেল

গুয়াতেমালার একটি আদালত ২০০৮ সালে ১৫ জন নিকারাগুয়ান এবং এক ডাচ নাগরিককে হত্যার দায়ে এক মাদক সম্রাটকে ৮০৮ বছরের কারাদণ্ড দিয়েছেন। গত সোমবার এই রায় ঘোষণা করা হয়।

হত্যাকাণ্ডে অংশ নেওয়া আসামি রিগোবার্তো দানিলো মোরালেসের বিরুদ্ধে এই সাজা ঘোষণা করেছেন আদালত। ২০১৬ সালে আরেকজন কথিত মাদক সম্রাট মারভিন মন্টিয়েল মারিনকেও ধারাবাহিক খুনের দায়ে দীর্ঘ কারাদণ্ডের সাজা দেওয়া হয়। আদালত বলেছেন, মোরালেসকে প্রতিটি হত্যার জন্য ৫০ বছর এবং অপরাধী কার্যক্রম পরিচালনার জন্য আরো আট বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

দীর্ঘ সাজা সত্ত্বেও গুয়াতেমালার আইন অনুযায়ী একজন দণ্ডপ্রাপ্ত আসামিকে মূলত ৫০ বছরের বেশি কারাভোগ করতে হয় না।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত