ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পালিয়ে বেড়াচ্ছেন সিনাওয়ার

দাবি ইসরায়েলের
পালিয়ে বেড়াচ্ছেন সিনাওয়ার

গাজায় অভিযানে হামাসের অর্ধেকের বেশি নিহত বা গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। তাদের আরো দাবি, হামাসের প্রধান ইয়াহিয়া সিনাওয়ার পালিয়ে বেড়াচ্ছেন, হামাস সেনাদের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই। ইসরায়েলি শীর্ষস্থানীয় কর্মকর্তাদের বরাত টাইমস অব ইসরায়েল জানিয়েছে, গাজায় হামাসকে নির্মূল করা এখন মাত্র কয়েক মাসের ব্যাপার। এই অভিযানে আর খুব বেশি সময় লাগবে না। বছর লাগার প্রশ্নই আসে না।

বিষয়টির দিকে ইঙ্গিত দিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে ‘পূর্ণাঙ্গ জয়ের’ প্রতিজ্ঞা করেছেন। যদিও গাজায় বিভিন্ন অঞ্চলে এখনো হামাসের সদস্যরা তীব্র লড়াই চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে যেসব এলাকা থেকে ইসরায়েলি বাহিনী হামাসকে তাড়িয়ে দিয়েছিল, সেসব এলাকায় গোষ্ঠীটির সদস্যরা আবারও ফিরে এসে লড়াই করছেন। এদিকে গত সোমবার ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ত উত্তর গাজা ছাড়িয়ে দক্ষিণ গাজার রাফায় অভিযান শুরুর ইঙ্গিত দিয়েছেন। যদিও উত্তর গাজায় এখনো হামাসের সদস্যরা লড়াই চালিয়ে যাচ্ছেন। গ্যালান্ত বলেছেন, ‘ইয়াহিয়া সিনওয়ার গাজায় এক গুপ্তস্থান থেকে আরেক গুপ্তস্থানে লুকিয়ে বেড়াচ্ছেন। হামাসের সেনাদের সঙ্গে তার কোনো যোগাযোগ নেই।’ লেবাননের ইরান সমর্থিত সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে চলমান বিরোধ কূটনৈতিক পন্থায় মিটিয়ে নিতে প্রস্তুত রয়েছে বলে জানিয়েছে ইসরায়েল। প্রতিরক্ষামন্ত্রী গ্যালান্ত মার্কিন প্রেসিডেন্টের শীর্ষ উপদেষ্টা অ্যামোস হোচস্টেইনের সঙ্গে বৈঠকে বলেন, ‘লেবাননের হিজবুল্লাহর সঙ্গে যাবতীয় বিরোধ কূটনৈতিক পন্থায় মীমাংসা করতে আমরা প্রস্তুত আছি। কিন্তু যদি তা সম্ভব না হয়, সেক্ষেত্রে বিকল্প পন্থা অবলম্বন করতেও আমরা প্রস্তুত।’ গাজায় চলমান আগ্রাসনের প্রতিবাদ হিসেবে ইসরায়েলে হামলা করছে হিজবুল্লাহ সদস্যরা। জবাবে ইসরায়েলও লেবাননে হামলা চালু রেখেছে। গত সোমবার ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দেওয়া এক ভাষণে নেতানিয়াহু বলেছেন, ‘আমরা হামাসের প্রত্যেক নেতাকে হত্যা করব। তাই আমাদের গাজা উপত্যকায় অভিযান চালিয়ে যেতে হবে। লক্ষ্য অর্জিত হওয়ার আগে আমরা থামব না। আমরা সময় নেব। প্রয়োজনে কয়েক মাস কিংবা কয়েক বছর।’ তিনি আরো বলেন, ‘গাজায় আমাদের নিরাপত্তার শর্ত নিশ্চিত না করার আগ পর্যন্ত আমাদের লক্ষ্য অর্জিত হবে না এবং এর আগে আমরা যুদ্ধও থামাব না।’ গাজায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছে ২৭ হাজার ৪৭৮ জন এবং আহত হয়েছে আরো অন্তত ৬৬ হাজার ৮৩৫ জন। নিহতদের মধ্যে প্রায় ২০ হাজারই শিশু ও নারী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত