ক্যান্সারে আক্রান্ত রাজা তৃতীয় চার্লস

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস ক্যান্সারে আক্রান্ত হয়েছেন। বাকিংহাম প্যালেসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়েছে। বিবিসির খবরে বলা হয়, সম্প্রতি চিকিৎসা নেয়া সময় রাজার ক্যান্সার ধরা পড়েছে। তবে ঠিক কী ধরনের ক্যান্সারে আক্রান্ত হয়েছেন রাজা চার্লস, সেই সম্পর্কে কোনো তথ্য দেয়নি বাকিংহাম প্যালেস। দেশটির স্থানীয় সময় গত সোমবার রাজার নিয়মিত চিকিৎসা পরীক্ষার পরই বাকিংহাম প্যালসের পক্ষ থেকে এই তথ্য জানানো হয়। এক বিবৃতিতে বলা হয়েছে, রাজা চার্লস তার চিকিৎসার জন্য ইতিবাচক আছেন এবং যত তাড়াতাড়ি সম্ভব পুরোপুরি দায়িত্বে ফেরার জন্য উন্মুখ। তবে জন্সমাগমে রাজা এখন আর আসবেন না বলে বিবৃতিতে বলা হয়েছে। রাজা তৃতীয় চার্লস ব্যক্তিগতভাবে তার দুই ছেলে প্রিন্স উইলিয়াম ও প্রিন্স হ্যারিকে নিজের ক্যান্সার আক্রান্ত হওয়ার বিষয়ে জানিয়েছেন। এরপর প্রিন্স উইলিয়াম তার সার্বক্ষণিক খবর রাখছেন। এছাড়া বর্তমানে যুক্তরাষ্ট্রে বসবাসরত প্রিন্স হ্যারি কয়েক দিনের মধ্যে বাবাকে দেখতে যুক্তরাজ্যে আসবেন। রাজা চার্লসের ক্যান্সারে আক্রান্তের খবর প্রকাশের পরেই তার সুস্থতা কামনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাক। তিনি এক্সে (সাবেক টুইটার) বলেছেন, পুরো দেশ রাজার সুস্থতা প্রার্থনা করবে এবং তিনি দ্রুত সুস্থ হয়ে ফিরবেন।