ভারত থেকে কলা কিনছে রাশিয়া

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ভারতের কাছ থেকে কলা কিনতে শুরু করেছে রাশিয়া। দেশটি থেকে এই ধরনের খাদ্যপণ্য আমদানি অব্যাহত থাকবে বলে জানিয়েছে মস্কো। গত মঙ্গলবার রাশিয়ার খাদ্য নিরাপত্তা সংক্রান্ত ওয়াচডগ সংস্থা রোসেলখোজনাদজর এই তথ্য জানিয়েছেন। যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার তৈরি সামরিক হার্ডওয়্যার বিনিময়ের সিদ্ধান্ত নিয়ে মস্কোতে কলার বৃহত্তম সরবরাহকারী ইকুয়েডরের বিরোধ শুরু হয়েছে। যে কারণে দেশটি থেকে কলা আমদানি স্থগিত করে ভারতীয় কলা কিনছে রাশিয়া। রোসেলখোজনাদজর বলেছে, ভারত থেকে কলার প্রথম চালানটি রাশিয়ায় চলতি মাসেই পৌঁছেছে। আগামী মাসের শেষের দিকে ভারতীয় কলার দ্বিতীয় চালান মস্কোতে পৌঁছানোর কথা রয়েছে। রাশিয়ার বাজারে ভারতীয় কলা রপ্তানির পরিমাণ আরও বৃদ্ধি পাবে বলে জানিয়েছে দেশটির এই ওয়াচডগ সংস্থা। গত সপ্তাহে ইকুয়েডরের পাঁচটি কোম্পানির কাছ থেকে কলা আমদানি স্থগিত করে রোসেলখোজনাদজর। সংস্থাটি বলেছে, ইকুয়েডর থেকে আসা কলায় কীটপতঙ্গ পোকা শনাক্ত হয়েছে। তবে ইকুয়েডরের খাদ্য নিরাপত্তা সংস্থা বলেছে, রাশিয়ায় রপ্তানি করা মাত্র শূন্য দশমিক ৩ শতাংশ কলায় পোকা মিলেছে। আর এতে কোনো স্বাস্থ্য ঝুঁকি নেই বলে ইকুয়েডরের গণমাধ্যমের খবরে জানানো হয়েছে। রাশিয়ার তৈরি সামরিক হার্ডওয়্যারকে ‘ইউক্রেনীয় ও রুশ স্ক্র্যাপ মেটাল’ হিসেবে অভিহিত করে যুক্তরাষ্ট্রের কাছে হস্তান্তরে ওয়াশিংটনের সাথে একটি চুক্তি করেছে ইকুয়েডর। রাশিয়ার সামরিক হার্ডওয়্যার হস্তান্তরের মাধ্যমে প্রায় ২০০ মিলিয়ন ডলারের মার্কিন উন্নত সমরাস্ত্র পাওয়ার কথা আছে ইকুয়েডরের। এই চুক্তির বিষয়টি ফাঁস হয়ে যাওয়ার পর নিন্দা জানায় মস্কো।