ইলন মাস্কের স্টারলিঙ্ক ব্যবহার করছে রুশ বাহিনী ‘নিশ্চিত’ ইউক্রেন

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ইউক্রেনের গোয়েন্দা বাহিনী বলছে, তারা নিশ্চিত যে, রাশিয়ান বাহিনী পূর্বদিকের অধিকৃত অঞ্চলে যুদ্ধক্ষেত্রে স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিঙ্ক ব্যবহার করছে। গত রোববার ইউক্রেনের সামরিক গোয়েন্দা বাহিনী প্রমাণ উপস্থাপন করে বলছে, রুশ সেনারা ইলন মাস্কের স্যাটেলাইট যোগাযোগ ব্যবস্থা কৌশলগতভাবে ব্যবহার করছে, এসব বিষয় তারা আগের প্রতিবেদনগুলোতে নিশ্চিত করেছে। স্টারলিঙ্ক ইউক্রেনের যুদ্ধক্ষেত্রে যোগাযোগের জন্য গুরুত্বপূর্ণ। মার্কিন ধনকুবের কর্তৃক স্টারলিঙ্কের ব্যক্তিগত নিয়ন্ত্রণ কিয়েভ ও তার মিত্রদের জন্য উদ্বেগের বিষয়। ইউক্রেনের প্রতিবেদনগুলোর পর স্পেস এক্স গেল সপ্তাহে বলেছিল, তারা রাশিয়া সরকার বা দেশটির সামরিক বাহিনীর সঙ্গে কোনো ধরনের কর্মকাণ্ডে জড়িত নয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গোয়েন্দা অধিদপ্তর (জিইউআর) টেলিগ্রামে একটি অডিও ক্লিপ প্রকাশ করেছে।