নাইজেরিয়ায় সিংহের আক্রমণে একজনের মৃত্যু

প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

নাইজেরিয়ার একটি বিশ্ববিদ্যালয়ের চিড়িয়াখানায় সিংহের আক্রমণে সোমবার এক কর্মী নিহত হয়েছেন। তিনি প্রায় এক দশক ধরে সেখানকার সিংহগুলোর দেখাশোনা করছিলেন। বিবিসি গত মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে। বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে বলেছে, ওবাফেমি আওলোওও ইউনিভার্সিটির (ওএইউ) চিড়িয়াখানার দায়িত্বে ছিলেন ওলাবোদে ওলাউলিয়া। তিনি সিংহদের খাওয়ানোর সময় আক্রমণের শিকার হন। তিনি মারাত্মকভাবে আহত হওয়ায় তাকে বাঁচানো সম্ভব হয়নি। এছাড়া এ ঘটনার পর থেকে সিংহটিকে সরিয়ে নেওয়া হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করেছে ওএইউ।

বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র আবিওদুন ওলারেওয়াজু জানিয়েছেন, ওলাউয়ি একজন ভেটেরিনারি টেকনোলজিস্ট। প্রায় ৯ বছর আগে ক্যাম্পাসে সিংহগুলো জন্ম নেওয়ার পর থেকে তিনি তাদের যত্ন নিচ্ছিলেন। ওলারেওয়াজু বলেন, ‘কিন্তু দুঃখজনকভাবে পুরুষ সিংহ সেই লোকটিকে মেরে ফেলেছে, যে তাদের খাওয়াচ্ছিল। আমরা জানি না, কী এমন হয়েছিল, যার কারণে পুরুষ সিংহটি তাকে আক্রমণ করল।’ বিবিসি জানিয়েছে, নাইজেরীয়রা সামাজিক যোগাযোগ মাধ্যমে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় ওসুন রাজ্যের বিশ্ববিদ্যালয়ের এ ঘটনার ছবি শেয়ার করছে। বিশ্ববিদ্যালয়ের সম্প্রদায় শোকের মধ্যে রয়েছে এবং একটি প্রতিনিধিদল ওলাউইয়ের পরিবারের কাছে সমবেদনা জানাতে গেছে। বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর আদেবায়ো সিমিওন বামিরে বলেছেন, তিনি এ ঘটনায় ‘দুঃখিত’ এবং ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্তের নির্দেশ দিয়েছেন। এছাড়া ছাত্র ইউনিয়নের নেতা আব্বাস আকিনরেমি নাইজেরিয়ার ভ্যানগার্ড সংবাদপত্রকে বলেছেন, ‘মানবীয় ত্রুটির’ কারণে আক্রমণটি হয়েছে। চিড়িয়াখানার ওই কর্মী সিংহদের খাওয়ানোর পর দরজায় তালা দিতে ভুলে গিয়েছিলেন। তিনি ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করে ওলাউইয়ের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। তিনি বলেছেন, ‘একজন ভালো ও নম্র মানুষ, আমরা যখনই চিড়িয়াখানায় গিয়েছিলাম, তখনই তিনি আমাদের সঙ্গে সুন্দরভাবে উপস্থিত থাকতেন।’ নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কানোতে একটি চিড়িয়াখানায় ৫০ বছরেরও বেশি সময় ধরে সিংহদের খাওয়াচ্ছেন আব্বা গান্ডু। তিনি গত সোমবারের ঘটনাটিকে দুর্ভাগ্যজনক বলে বর্ণনা করেছেন এবং আরো সুরক্ষাব্যবস্থা প্রয়োজন বলে জানিয়েছেন।