যুদ্ধে চার লাখ সেনা হারিয়েছে রাশিয়া দাবি ইউক্রেনের

প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

দুই বছরে যুদ্ধে রাশিয়া ৪ লাখ ৯ হাজার ৮২০ জন সেনা হারিয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। এছাড়া ইউক্রেন জানিয়েছে, যুদ্ধে তাদের ৩১ হাজার সেনা প্রাণ হারিয়েছেন। গত রোববার ইউক্রেনের সামরিক বাহিনী এই তথ্য জানিয়েছে। ফেসবুকে এক পোস্টে ইউক্রেনের জেনারেল স্টাফ অফ দ্য আর্মড ফোর্সেস রাশিয়ার ক্ষয়-ক্ষতির এই খবর প্রকাশ করেন। তবে এ বিষয়ে রাশিয়া কোনো মন্তব্য করেনি। এদিকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যে, রাশিয়ার পুরো মাত্রার আগ্রাসনের সময় গত দুই বছরে ৩১ হাজার ইউক্রেনীয় সেনা নিহত হয়েছেন। তবে ইউক্রেনের প্রেসিডেন্ট আহত সেনার সংখ্যা জানাতে অস্বীকার করেন। তিনি বলেন, এই সংখ্যা রাশিয়ার সামরিক পরিকল্পনায় সহায়তা করবে। গত রোববার ইউক্রেনের বিমান বাহিনী জানিয়েছে, তাদের বাহিনী ইউক্রেনের কয়েকটি প্রদেশে লক্ষ্য করে ছোড়া ১৮টি রুশ ড্রোনের মধ্যে ১৬টি ভূপাতিত করেছে।

গত শনিবার যুদ্ধের দ্বিতীয় বার্ষিকীতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যারা ইউক্রেনকে সমর্থন করেছেন, তাদের ধন্যবাদ জানিয়েছেন।