ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

বাড়ছে সংঘর্ষ

রাখাইন ছেড়ে পালাচ্ছে হাজারো মানুষ

রাখাইন ছেড়ে পালাচ্ছে হাজারো মানুষ

মিয়ানমারের রাখাইনে জান্তা বাহিনী ও বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষ বাড়ছে। প্রদেশটির রাজধানী সিত্তে শহর এবং গ্রামাঞ্চল থেকে হাজার হাজার মানুষ পালিয়ে যাচ্ছেন। সেখানকার বাসিন্দাদের আশঙ্কা সশস্ত্রগোষ্ঠী আরাকান আর্মি (এএ) যেকোনো সময় হামলা চালাতে পারে। এক প্রতিবেদনে গত শুক্রবার এ খবর দিয়েছে রাখাইনভিত্তিক সংবাদমাধ্যম নারিনজারা নিউজ। আরাকান আর্মি সিত্তে দখল করতে পারে এমন খবর শোনার পর মানুষ পালিয়ে যাচ্ছে। এখন তারা স্বাধীন অঞ্চলগুলোতে যাচ্ছেন বলে জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। খবরে বলা হয়েছে, জান্তা বাহিনী এরই মধ্যে ইয়াঙ্গুন-সিত্তে মহাসড়কে অবস্থিত আহ মিয়ান্ট কায়ুন মিন চং সেতুটি উড়িয়ে দিয়েছে। আরাকান আর্মির যোদ্ধারা যেন সিত্তেতে প্রবেশ করতে না পারেন সেটি নিশ্চিত করতেই সেতুটি ধ্বংস করা হয়েছে। নারিনজারা নিউজ জানিয়েছে, সাধারণ মানুষের পাশপাশি সেনাবাহিনীর পরিবারের সদস্যরাও সিত্তে ছাড়ছেন। বর্তমানে সিত্তের মোট বাসিন্দার এক তৃতীয়াংশ সেখানে অবস্থান করছেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত