সৌদির তেলের উত্তোলন স্বাভাবিক হবে জুনের পর

প্রকাশ : ০৫ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

আন্তর্জাতিক বাজার চাঙা রাখতে ২০২৩ সালের জুন মাসে খনি থেকে জ্বালানি তেল উত্তোলন হ্রাসের যে সিদ্ধান্ত নিয়েছিল সৌদি আরব এবং রাশিয়া, তা চলতি বছরের জুন পর্যন্ত কার্যকর থাকবে। উভয় দেশের জ্বালানি তেল মন্ত্রণালয় গত রোববার পৃথক বিবৃতিতে নিশ্চিত করেছে এ তথ্য। গত রোববার রাশিয়ার জ্বালানি তেল মন্ত্রণালয় থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়, গত আট মাস আগে জ্বালানি তেলের দৈনিক উত্তোলন ৫ লাখ ব্যারেল (এক ব্যারেল=১৫৯ লিটার) হ্রাস করার যে পদক্ষেপ নিয়েছিল মস্কো, তা আগামী জুন পর্যন্ত কার্যকর থাকবে। রুশ মন্ত্রণালয় এই বিবৃতি দেওয়ার কয়েক ঘণ্টা পর বিবৃতি দেয় সৌদির জ্বালানি তেল বিষয়ক মন্ত্রণালয়। সেখানে বলা হয়, ‘বাজারের স্থিতিশীলতা বজায় রাখার স্বার্থে তেলের দৈনিক উত্তোলন হ্রাসের যে সিদ্ধান্ত নিয়েছিল সৌদি আরব, তা আগামী জুন পর্যন্ত অব্যাহত থাকবে। আমরা আশা করছি, এই সময়সীমার মধ্যে বাজার পরিস্থিতির ইতিবাচক পরিবর্তন হবে। যদি তা না হয়, তাহলে অবস্থা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’