ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে হুথিদের হামলা

যুক্তরাষ্ট্রের জাহাজ লক্ষ্য করে হুথিদের হামলা

বার্বাডোজের পতাকাবাহী ও যুক্তরাষ্ট্রের মালিকানাধীন একটি জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। শক্তিশালী এ সশস্ত্র গোষ্ঠী গত কয়েকমাস ধরে ইসরায়েল, যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের জাহাজ লক্ষ্য করে হামলা চালিয়ে যাচ্ছে। মার্কিন জাহাজ লক্ষ্য করে হামলা চালানোর তথ্যটি নিশ্চিত করেছে যুক্তরাজ্যের সমুদ্র নিরাপত্তাবিষয়ক সংস্থা আমব্রে। জাহাজটি এডেন উপসাগরের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ৫৭ নটিক্যাল মাইল দূরে অবস্থান করছিল। ওই সময় জাহাজের কাছে অপর একটি জাহাজ যায়। জাহাজটির ক্রুরা দাবি করে তারা ইয়েমেনের নৌবাহিনীর সদস্য এবং তারা জাহাজটির দিক পরিবর্তনের নির্দেশ দেয়।

আমব্রে ওই জাহাজটির কাছ থেকে অন্যান্য জাহাজকে দূরে থাকার জন্য সতর্কতা দিয়েছে। কারণ হুথিদের হামলার সঙ্গে এই হামলার মিল রয়েছে। যুক্তরাজ্যের আরেক সংস্থা ইউকেএমটিও এডেন উপসাগরে হামলার বিষয়ে জানিয়েছে। যুক্তরাষ্ট্র জানিয়েছে, তাদের যুদ্ধ ও বাণিজ্যিক জাহাজের ওপর হামলাকে তারা নিজেদের ওপর হামলা হিসেবে বিবেচনা করে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত