গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানাতে মধ্য লন্ডনে মিছিল করেছে হাজার হাজার মানুষ। গত শনিবার বিক্ষোভ মিছিলটি হাইড পার্ক কর্নার থেকে নাইন এলমসের মার্কিন দূতাবাস পর্যন্ত চলে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে। গত ৭ অক্টোবর ইসরায়েল গাজায় আক্রমণের পর, লন্ডনে প্যালেস্টাইন সলিডারিটি ক্যাম্পেইন (পিএসসি) আয়োজিত দশম বিক্ষোভণ্ডমিছিল ছিল এটি। মিছিলের সামনে গায়িকা শার্লট চার্চকে দেখা গেছে। নিরীহ ফিলিস্তিনিদের সংহতি জানাতে বিক্ষোভে অংশ নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। এছাড়াও মিছিলে ছিলেন সাবেক লেবার নেতা জেরেমি করবিন। মিছিলে আপত্তিকর স্লোগান ও আক্রমণাত্বক প্ল্যাকার্ড বহন করায়, চারজনকে আটক করা হয়েছে। একজনকে আটক করা হয়েছে পুলিশের ওপর হামলা চালানোর জন্য। এছাড়া গত শনিবারের বিক্ষোভে তেমন কোনও বিশৃঙ্খলা ঘটেনি। চলতি সপ্তাহে সরকারের উগ্রপন্থাবিরোধী কমিশনার মন্তব্য করেন, লন্ডন শহরটি ছুটির দিনেও ইহুদিদের জন্য বিপদজনক জায়গা হয়ে উঠেছে। ইহুদিরা বাইরে বের হতে ভয় পাচ্ছে। তার এই মন্তব্যকে অসম্মানজনক উল্লেখ করে শনিবারের বিক্ষোভটি ডাকা হয়। গত ৭ অক্টোবর হামাসের হামলার জবাব দিতে গাজায় পাল্টা অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। হামলায় নারী ও শিশুসহ অন্তত ৩০ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছে। আর ইসরায়েলে নিহত হয়েছে কমপক্ষে এক হাজার ১৩৯ জন।