ইরানের বিভিন্ন স্থানে দুই সপ্তাহ ধরে চলা ঐতিহ্যবাহী আতশবাজি উৎসবে বিস্ফোরণের ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন ৪ হাজার ৭০০ জনের বেশি মানুষ। গত বুধবার দেশটির গণমাধ্যমের বরাতে জানা যায়, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। রাজধানী তেহরান, পূর্ব ও পশ্চিম আজারবাইজান প্রদেশগুলো হতাহতের সংখ্যা বেশি ঘটেছে বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা।