ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

পানিশূন্য হওয়ার আশঙ্কা ভারতের বহু এলাকা!

পানিশূন্য হওয়ার আশঙ্কা ভারতের বহু এলাকা!

২০১৮ সালে ভয়ানক আকার নিয়েছিল দক্ষিণ আফ্রিকার শহর কেপটাউনের খরা পরিস্থিতি। মারাত্মক সমস্যার মুখোমুখি হয়েছিলেন শহরের প্রায় ৪০ লাখ বাসিন্দা।

২০১৮ সালের জানুয়ারি মাসে কেপটাউন পৌরসভা ওই বছরের ১২ মেকে ‘ডে-জিরো’ হিসেবে চিহ্নিত করে। এর অর্থ হলো ওইদিন শহরের কোনও কলে আর পানি পড়বে না। বিশেষজ্ঞদের মতে, একই অবস্থা হতে চলেছে ভারতের অন্যতম তথ্যপ্রযুক্তি নগরী বেঙ্গালুরুর।

এক প্রতিবেদনে আনন্দবাজার জানিয়েছে, খাওয়ার পানি তো বটেই, দৈনন্দিন কাজে ব্যবহারের জন্য প্রয়োজনীয় পানির জন্য এরইমধ্যে হাহাকার পড়ে গেছে ভারতের সিলিকন ভ্যালি খ্যাত বেঙ্গালুরুতে। পরিস্থিতি এতটাই ভয়ানক পর্যায়ে পৌঁছেছে যে, এক বালতি পানি কিনতে হচ্ছে এক বা দুই হাজার রুপিতে।

কোনও কোনও ক্ষেত্রে সেই দামও ছাপিয়ে যাচ্ছে। গত কয়েক দিন ধরে বেঙ্গালুরুতে এমনই পানি সংকটের ছবি উঠে আসছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত