ইউক্রেনে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ২০

প্রকাশ : ১৭ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় জোড়া ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে উদ্ধারকর্মীসহ অন্তত ২০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৩ জন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। গত শুক্রবার চালানো এই হামলাকে জঘন্য বলে অভিহিত করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

গত শুক্রবার সকাল থেকে রাশিয়াজুড়ে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। ভোট শুরুরু কয়েক ঘণ্টা পর স্থানীয় সময় বেলা ১১টার দিকে ওডেসায় প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানে। সেটির আঘাতের পর ইউক্রেনের জরুরি পরিষেবা বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে ছুটে আসেন। ওই সময় দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ছোড়ে রুশ সেনারা। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছেন, আবাসিক ভবন, গ্যাস পাইপলাইন ও অ্যাম্বুলেন্স লক্ষ্য করে বিমান হামলা চালায় রাশিয়া। প্রত্যক্ষদর্শীরা রাস্তায় মরদেহ দেখেছেন। প্রকাশিত ছবিতে দেখা গেছে, উদ্ধারকর্মীরা আগুন নেভানো ও আহতদের সাহায্য করছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, রুশ বাহিনী বন্দর কেন্দ্রে যে হামলা করেছে তা ডাবল-ট্যাপ স্ট্রাইক নামে পরিচিত, দ্বিতীয় ক্ষেপণাস্ত্রটি ঘটনাস্থলে উদ্ধার কর্মীদের ওপর আঘাত হানে। শহরের কর্মকর্তারা বলেছেন, মস্কো ক্রিমিয়ান উপদ্বীপ থেকে উৎক্ষেপণ করা ইস্কান্দার ক্ষেপণাস্ত্র দিয়ে ওডেসাকে লক্ষ্যবস্তু করেছে। দ্বিতীবারের ক্ষেপণাস্ত্র হামলার আঘাতে ডেনিস কোলেসনিকভ নামে এক জরুরি পরিষেবা কর্মী নিহত হয়েছেন। আহত ৭৩ জনের মধ্যে জরুরি পরিষেবা বিভাগের অন্তত সাত কর্মী রয়েছেন বলে জানিয়েছেন ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল আন্দ্রিয়ে কোস্টিন।