মার্কিন সিনেটরের মন্তব্য অনুপযুক্ত নেতানিয়াহু

প্রকাশ : ১৯ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইসরায়েলে নির্বাচনে আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা সিনেটর চাক শুমারের মন্তব্য পুরোপুরি অনুপযুক্ত। গতকাল রোববার মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। গত বৃহস্পতিবার সিনেটে দেওয়া বক্তব্যে চাক শুমার ইসরায়েলে নতুন নির্বাচনের আহ্বান জানিয়েছিলেন। তিনি আরও বলেছিলেন, শান্তির জন্য বাধা নেতানিয়াহু। এই সিনেটর ইসরায়েলের পুরনো সমর্থক এবং যুক্তরাষ্ট্রে নির্বাচিত সর্বোচ্চ পদধারী ইহুদি ধর্মাবলম্বী। নেতানিয়াহু বলেছেন, আমি মনে করি তিনি যা বলেছেন তা একেবারে অনুপযুক্ত।

অপর একটি গণতান্ত্রিক দেশের নির্বাচিত নেতৃত্বকে পাল্টানোর চেষ্টা কখনও উপযুক্ত নয় । চাক শুমার ও নেতানিয়াহুর পাল্টাপাল্টি বক্তব্য ওয়াশিংটন ও ইসরায়েলি নেতার মধ্যে ক্রমবর্ধমান হতাশার ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে হামাসের সঙ্গে চলমান যুদ্ধ ব্যবস্থাপনা নিয়ে এই হতাশা বিরাজ করছে। মার্কিন কর্মকর্তাদের বক্তব্যে ফিলিস্তিনি বেসামরিকদের রক্ষায় ইসরায়েলের ব্যর্থতা এবং গাজায় ত্রাণ সরবরাহে ইসরায়েল বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করে আসছে আন্তর্জাতিক ত্রাণ সংস্থাগুলো। উপকূলীয় অবরুদ্ধ ছিটমহল গাজায় ইসরায়েলি আগ্রাসনের নিহতের সংখ্যা বাড়তে থাকায় তেল আবিবের প্রতি ওয়াশিংটনের সমর্থনও আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে। চাক শুমার বলেছিলেন, ইসরায়েল যদি দ্বিরাষ্ট্র সমাধান প্রত্যাখ্যান করে তাহলে তা হবে একটি বড় ভুল। যুদ্ধবিরতি, জিম্মি মুক্তি ও গাজায় ত্রাণ সরবরাহে একটি সমঝোতার জন্য সম্ভাব্য সবকিছু করতে সংঘাতের মধ্যস্থতাকারীদের প্রতি আহ্বান জানিয়েছিলেন তিনি। গত শুক্রবার মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেছিলেন, শুমারের মন্তব্য অনেক মার্কিন জনগণের উদ্বেগের প্রতিফলন এবং একটি ভালো ভাষণ। তবুও, হোয়াইট হাউজের মুখপাত্র জন কিরবি রবিবার বলেছিলেন, বাইডেন বিশ্বাস করেন যে ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতি সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া দেশটির ওপর নির্ভর করে। নিজের ভাষণ নিয়ে নেতানিয়াহুর প্রতিক্রিয়া সম্পর্কে মন্তব্যের জন্য রয়টার্সের অনুরোধে সাড়া দেননি চাক শুমার।