নওরোজ উদযাপনে পারস্য নববর্ষের এক ঝলক

প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বিশ্বের বিভিন্ন দেশে গতকাল ‘নওরোজ’ উৎসব পালিত হচ্ছে। নওরোজ অর্থ ‘নতুন দিন’। বসন্তের আগমনকে ঘিরে জরথুস্ত্রবাদ ধর্মাবলম্বীরা প্রতি বছরের এইদিনে নওরোজ পালন করে থাকেন। বিশ্বব্যাপী ৩০ কোটিরও বেশি মানুষ পারস্য এই নববর্ষ উদযাপন করেন। উৎসবটি নিয়ে গত বৃহস্পতিবার কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেই প্রতিবেদনের আলোকে এই উৎসবের এক ঝলক দেখে নেওয়া যাক- জরথুস্ত্রবাদ একটি অতিপ্রাচীন ইরানীয় একেশ্বরবাদী ধর্ম বা ধর্মীয় মতবাদ। ভারতীয় উপমহাদেশে এটি পারসী ধর্ম নামেও পরিচিত। খ্রিষ্টধর্ম এবং ইসলামের আগে আবির্ভূত হয়েছে এটি। প্রতিবেদনটিতে বলা হয়েছে, ৩ হাজার বছরেরও বেশি সময় পুরোনো এই ধর্ম। মূলত বলকান, কৃষ্ণ সাগর অববাহিকা, ককেশাস, মধ্য এশিয়া এবং মধ্যপ্রাচ্যসহ বিভিন্ন অঞ্চলে জরথুস্ত্রবাদ অনুসারীরা এই ধর্ম এবং উৎসব পালন করে আসছেন। টানা ১৩ দিন স্থায়ী হয় এই উৎসব। জ্যোতির্বিজ্ঞানের ‘ভার্নাল ইকুনোক্স’ বা মহাবিষুবের দিন নওরোজ পালিত হয়। এটি গ্রেগরিয়ান ক্যালেন্ডারে সাধারণত ২১ মার্চ হয়।

উৎসের কারণে পারস্য সাংস্কৃতিক প্রভাব রয়েছে এমন দেশ; আফগানিস্তান, আজারবাইজান, ভারত, ইরান, কিরগিজস্তান, কাজাখস্তান, পাকিস্তান, তুরস্ক, তাজিকিস্তান, তুর্কমেনিস্তান এবং উজবেকিস্তানে এই উৎসব পালন করা হয়। আফগানিস্তানের কাবুলে নওরোজ উদযাপন করতে সাধু সখি সায়েবের মাজারে এক আফগান নারী। বিশ্বের প্রাচীন সাংস্কৃতিক ঐতিহ্যের অংশ হিসেবে জাতিসংঘের শিক্ষা, বৈজ্ঞানিক ও সাংস্কৃতিক সংস্থা (ইউনেস্কো) এর তালিকাভুক্ত এই উৎসব। ২০২১ সালে জাতিসংঘের সাধারণ পরিষদ ২১ মার্চকে আন্তর্জাতিক নওরোজ দিবস হিসেবে ঘোষণা করেছিল।