ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

আফগানিস্তানে ইসলামি বিচারব্যবস্থা কার্যকর করা হবে

তালেবান প্রধান
আফগানিস্তানে ইসলামি বিচারব্যবস্থা কার্যকর করা হবে

আফগানিস্তানে ইসলামি বিচারব্যবস্থা কার্যকর করতে তালেবান দৃঢ়প্রতিজ্ঞ বলে উল্লেখ করেছেন গোষ্ঠীটির শীর্ষ নেতা হিবাতুল্লা আখুন্দজাদা। তিনি বলেন, তালেবান ব্যভিচারের জন্য নারীদের প্রকাশ্যে পাথর ছুড়ে মারাসহ ইসলামি ফৌজদারি বিচারব্যবস্থা কার্যকর করতে বদ্ধপরিকর। এক অডিও ক্লিপে তালেবানের সুপ্রিম লিডার বলেন, ‘আমাদের লক্ষ্য হলো শরিয়া এবং আল্লাহর হুদুদ [আইন] কার্যকর করা’। তালেবানের অন্য কর্মকর্তারা বলেন, এটি তার সর্বশেষ বক্তৃতা থেকে নেয়া। তবে কোথায় তিনি এসব কথা বলেছেন তা জানা যায়নি। এমনকি আফগানিস্তানে তালেবান ক্ষমতা গ্রহণের পরও তিনি প্রকাশ্যে আসেননি। খবর ডয়চে ভেলে ও ভয়েস অব আমেরিকার খবরে বলা হয়েছে, প্রকাশ্যে না আসলেও ধারণা করা হয় হিবাতুল্লা আখুন্দজাদা আফগানিস্তানের দক্ষিণাঞ্চলে কান্দাহার শহরে বাস করেন। তালেবানের এই ঐতিহাসিক জন্মস্থান এবং রাজনৈতিক সদর দফতর থেকে তিনি খুব কমই বাইরে বের হন। হিবাতুল্লাহ আখুন্দজাদা কান্দাহার থেকে তালেবান সরকারকে কার্যত নিয়ন্ত্রণ করছেন। তালেবান প্রধান তার বক্তৃতায় বলেন, ‘আপনারা এটাকে নারীর অধিকার লঙ্ঘন বলতে পারেন- যখন আমরা প্রকাশ্যে ব্যভিচার করার জন্য তাদের পাথর নিক্ষেপ করি বা বেত্রাঘাত করি, কারণ এসব আপনাদের গণতান্ত্রিক নীতির সাথে সাংঘর্ষিক।’ পশ্চিমা নেতাদের কটাক্ষ করে আখুন্দজাদা বলেন, ‘আপনারা যেমন সমগ্র মানবতার মুক্তির জন্য সংগ্রাম করছেন বলে দাবি করেন, আমিও তাই করি। আমি আল্লাহর প্রতিনিধিত্ব করি এবং আপনারা শয়তানের প্রতিনিধিত্ব করেন।’ তিনি পশ্চিমা মানবাধিকার মূল্যবোধ এবং নারীর স্বাধীনতার সমালোচনা করে বলেন, তালেবান ধর্মীয় আলেমরা আফগানিস্তানে পশ্চিমাদের এবং তাদের গণতন্ত্রের রূপকে অবিরাম প্রতিরোধ করে যাবে। এই আলেমদের জন্যই এই দেশ থেকে এমন গণতন্ত্র উচ্ছেদ করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত