ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

শিশু নয়, বড়দের ডায়াপারের চাহিদা বেশি জাপানে

শিশু নয়, বড়দের ডায়াপারের চাহিদা বেশি জাপানে

জাপানে শিশু নয়, বড়দের ডায়াপারের চাহিদা বেশি। দেশটিতে জন্মহার উল্লেখযোগ্য মাত্রায় কমে গেছে। আর এ কারণে বাচ্চাদের ডায়াপার তৈরি বন্ধ করে দেবে বলে জানিয়েছে ডায়াপার প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওজি হোল্ডিংস। এর বদলে প্রাপ্তবয়স্কদের ডায়াপার তৈরিতে তারা জোর দেবে। একদিকে যেমন শিশু জন্ম কমেছে, অন্যদিকে বেড়েছে বয়স্ক জনগোষ্ঠী। ফলে বিগত প্রায় একদশকে শিশুদের ডায়াপারের তুলনায় বেশি বিক্রি হয়েছে প্রাপ্তবয়স্কদের ডায়াপার। ২০২৩ সালে ৭ লাখ ৫৮ হাজার ৬৩১ শিশু জন্ম নিয়েছে। আগের বছরের তুলনায় তা ৫.১ শতাংশ কম। এক বিবৃতিতে ওজি হোল্ডিংস জানায়, বর্তমানে তাদের প্রতিষ্ঠান ওজি নেপিয়া বছরে ৪০০ মিলিয়ন শিশুদের ডায়াপার তৈরি করে। ২০০১ সাল থেকে উৎপাদন কমে চলেছে। ২০১১ সালে জাপানের সবচেয়ে বড় ডায়াপার প্রস্তুতকারী সংস্থা ইউনিচার্ম জানায়, শিশুদের ডায়াপারের তুলনায় প্রাপ্তবয়স্কদের ডায়াপার বেশি তৈরি করছে তারা। জাপানের প্রায় ৩০ শতাংশ মানুষ ৬৫ বছর বা তার বেশি বয়সি। এছাড়া গত বছর ৮০ বছরের বেশি বয়সি মানুষ ছিল ১০ শতাংশের বেশি। এ কারণে সে দেশে প্রাপ্তবয়স্কদের ডায়াপারের বাজার ক্রমশ বড় হচ্ছে। বিবিসি।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত