ক্রোকাস কনসার্ট হলে হামলা নিখোঁজ ১৪৩

প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

মস্কোর কাছে গত সপ্তাহ কনসার্ট হলে মারাত্মক হামলার পর ১৪০ জনেরও বেশি নিখোঁজ রয়েছে বলে রুশ তদন্তকারীরা প্রতিবেদনে উল্লেখ করেছে। ক্রোকাস সিটি হলে গত শুক্রবার রাতে চালানো হামলায় আনুষ্ঠানিকভাবে মৃত্যুর সংখ্যা গত বুধবার বিকাল পর্যন্ত ১৪০ জনে দাঁড়িয়েছে। এছাড়া এ ঘটনায় ৩৬০ জনকে আহত হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। রুশ তদন্ত কমিটি ১৪৩ জনকে নিখোঁজ ব্যক্তির তালিকায় অন্তর্ভুক্ত করেছে। আত্মীয় এবং প্রিয়জনদের কাছ থেকে নিখোঁজের ব্যাপারে খবর পাওয়া গেছে। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, তাদের খোঁজে স্বজনরা রাজধানীর এক হাসপাতাল থেকে আরেক হাসপাতলে ছুটে বেড়াচ্ছেন। আগুনে হলের বেশিরভাগ অংশ পুড়ে গেছে। ফলে অনেক মৃতদেহের পরিচয় শনাক্ত করা সম্ভব হচ্ছে না। গত শুক্রবার চার বন্দুকধারী কানায় কানায় পূর্ণ ক্রোকাস সিটি হলের দর্শক গ্যালারির দিকে লক্ষ্য করে প্রথমে এলোপাতাড়ি গুলি ছোড়ে। তারপর পেট্রোল ঢেকে ভবনটিতে আগুন ধরিয়ে দেয়। ইসলামিক স্টেটের সহযোগী সংগঠন ‘আইএসআইএস-কে’ হামলার দায় স্বীকার করেছে।