কেজরিওয়ালই মুখ্যমন্ত্রী থাকছেন

প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

আবগারি দুর্নীতি মামলায় গ্রেপ্তার আম আদমি পার্টির (এএপি) প্রধান অরবিন্দ কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রীর পদে বহাল থাকছেন। গত বৃহস্পতিবার দিল্লির মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানোর দাবিতে করা জনস্বার্থ মামলা খারিজ করে দিয়েছেন দিল্লি হাইকোর্ট। আদালত অভিমত জানায়, এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ইডি) হেফাজতে বা জেলবন্দি অবস্থায় কেজরিওয়ালের মুখ্যমন্ত্রী পদে থাকতে সাংবিধানিক কোনো বাধা নেই। তবে আদালত এটা মেনে নিয়েছেন যে বন্দি অবস্থায় সরকার চালানোর ক্ষেত্রে পদ্ধতিগত কিছু জটিলতা তৈরি হতে পারে। আদালতের অভিমত, কেউ মুখ্যমন্ত্রী পদে থাকবেন কি না, তা আদালতের বিচার্য নয়। সেটা প্রশাসনের অন্য অংশ ঠিক করবে। কেজরিওয়ালের ইডির হেফাজতের মেয়াদ আরো চার দিন বাড়ল। দিল্লির রাউস এভিনিউ আদালতে গতকাল কেজরিওয়ালকে হাজির করে ইডি। কেজরিওয়ালের গ্রেপ্তারের খবর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানায় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। দেশটি বলেছে, কেজরিওয়ালের বিচার যেন স্বচ্ছ, অবাধ ও সুষ্ঠুভাবে হয়। এদিকে যুক্তরাষ্ট্রের বক্তব্যকে ‘অনধিকার চর্চা’ জানিয়ে দিল্লিতে নিযুক্ত মার্কিন কূটনীতিক গ্লোরিয়া বারবেনাকে তলব করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।