ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কানাডার বিমানবন্দরে পাকিস্তানি বিমানবালা গ্রেপ্তার

কানাডার বিমানবন্দরে পাকিস্তানি বিমানবালা গ্রেপ্তার

কানাডার টরোন্টো বিমানবন্দরে অবৈধ কর্মকাণ্ডের অভিযোগে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের (পিআইএ) এক বিমানবালা বা এয়ার হোস্টেসকে গ্রেপ্তার করা হয়েছে। হিনা সানি নামে ওই এয়ার হোস্টেসের কাছে এমন একজনের পাসপোর্ট ছিল, যা তার কাছে থাকার কথা নয়। আন্তর্জাতিক পরিমণ্ডলে অন্যের পাসপোর্ট বহন করা অবৈধ। পাকিস্তানি সংবাদমাধ্যম সামা নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানের লাহোর থেকে পাকিস্তান ইন্টারন্যাশনাল এয়ারলাইনসের ফ্লাইট পিকে-৭৮৯-এ করে হিনা সানি টরোন্টো গিয়েছিলেন। তার বিরুদ্ধে এবারই অভিযোগ প্রথম নয়, এর আগেও তাকে এমন কর্মকাণ্ডের জন্য সতর্ক করা হয়েছিল। হিনা সানি পাকিস্তানের একজন জনপ্রিয় গায়কের আত্মীয় এবং সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি নিজেকে মডেল বলেও দাবি করেন। তার আটক কানাডায় পাকিস্তান এয়ারলাইনসের ক্রুদের এ ধরনের কর্মকাণ্ড নিয়ে আরো বেশি শোরগোল তুলেছে। এছাড়া আরো কয়েকজন এয়ার হোস্টেসের বিরুদ্ধে এ ধরনের অভিযোগ তুলে তাদের টরোন্টো ফ্লাইট নিষিদ্ধ করেছে পিআইএ। পিআইএর একটি সূত্র আরো জানিয়েছে, হিনা সানি প্রতিষ্ঠানটির ফ্লাইট সার্ভিসের ডেপুটি জেনারেল ম্যানেজারের কাছ থেকে নিজের আইডি দেখিয়ে টরোন্টো ফ্লাইটের অনুমতি নিয়েছিলেন। এ বিষয়টি আরও বেশি প্রশ্নের জন্ম দিয়েছে। কারণ, ধারণা করা হচ্ছে, এ ধরনের বিষয়ের সঙ্গে সংস্থাটির ঊর্ধ্বতন কর্মকর্তারও জড়িত। পাকিস্তান এয়ারলাইনসের ক্রুরা কানাডায় গিয়ে উধাও হচ্ছেন কেন পাকিস্তান এয়ারলাইনসের ক্রুরা কানাডায় গিয়ে উধাও হচ্ছেন কেন।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত