ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভারতের লোকসভার ৪৪ শতাংশ সদস্য ফৌজদারি মামলার আসামি

ভারতের লোকসভার ৪৪ শতাংশ সদস্য ফৌজদারি মামলার আসামি

ভারতের বর্তমান সংসদ সদস্যদের ৪৪ শতাংশের বিরুদ্ধে ফৌজদারি অপরাধের মামলা রয়েছে। এদের ২৯ শতাংশের বিরুদ্ধে আবার গুরুতর অপরাধের অভিযোগ রয়েছে। ভারতের অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর) এক সমীক্ষা প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে শনিবার দ্য হিন্দু এই তথ্য জানিয়েছে। আগামী ১৯ এপ্রিল ভারতের লোকসভা নির্বাচন শুরু হচ্ছে, যা ৭ দফায় অনুষ্ঠিত হবে। এই নির্বাচন শেষ হবে ১ জুন। অ্যাসোসিয়েশন অব ডেমোক্রেটিক রিফর্মসের (এডিআর) প্রতিবেদনে বলা হয়েছে, ফৌজদারি অভিযোগগুলোর মধ্যে রয়েছে খুন, খুনের চেষ্টা, সাম্প্রদায়িক বিভাজন সৃষ্টি, অপহরণ ও নারী-সংক্রান্ত মামলা। ভারতের আইনসভার নিম্নকক্ষ হলো লোকসভা এবং লোকসভায় সংসদ সদস্যের সংখ্যা ৫৪৩। লোকসভার ৫১৪ সংসদ সদস্যের পেশ করা হলফনামা পর্যালোচনা করে প্রতিবেদনটি তৈরি করেছে এডিআর। প্রতিবেদনে বলা হয়েছে, ৫১৪ জন সংসদ সদস্যের মধ্যে ২১৫ জনের বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। ৯ জন সংসদ সদস্যের বিরুদ্ধে খুনের মতো অপরাধের মামলা রয়েছে, যার মধ্যে ৫ জনই বিজেপির সংসদ সদস্য।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত