ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

কেজরিওয়ালকে তিহার জেলে পাঠানোর নির্দেশ

কেজরিওয়ালকে তিহার জেলে পাঠানোর নির্দেশ

লোকসভা নির্বাচনের আগে আরও অস্বস্তি বাড়ল ভারতের দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। আবগারি দুর্নীতি মামলায় তাকে ১৫ দিনের জেল হেফাজতে পাঠিয়েছে দিল্লির আদালত। টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, দিল্লির মুখ্যমন্ত্রীকে নিজেদের হেফাজতে রাখতে চায়নি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাটি। তাই আদালত আম আদমি প্রধানকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে আগেই কারাগারে গিয়েছিলেন দিল্লির তৎকালীন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়া। এবার কারাগারে যেতে হবে কেজরিওয়ালকেও। খবরে বলা হয়েছে- জানা গেছে, তিহার জেলে পাঠানো হবে কেজরিওয়ালকে। তবে কারাগারে যাওয়ার আগে স্ত্রী সুনীতা এবং দিল্লির দুই মন্ত্রী অতিশী ও সৌরভ ভরদ্বাজের সঙ্গে দেখা করতে পারবেন দিল্লির মুখ্যমন্ত্রী। গ্রেফতার হওয়ার পর ইডি হেফাজত থেকেই সরকার পরিচালনা করতেন কেজরি। এবার কি কারাগার থেকে সরকার চালাতে পারবেন তিনি? গত ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে গ্রেফতার হয়েছিলেন আম আদমি পার্টির প্রধান ও দিল্লির মুখ্যমন্ত্রী।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত