মারা গেছেন বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি

প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ০০:০০ | প্রিন্ট সংস্করণ

  আলোকিত ডেস্ক

বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি জুয়ান ভিসেন্তে পেরেজ ১১৪ বছর বয়সে মারা গেছেন। গত মঙ্গলবাবার ভেনেজুয়েলায় মৃত্যু হয়েছে তার। ২০২২ সালে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস তাকে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তির স্বীকৃতি দেয়। জুয়ানের মৃত্যুর খবর তার আত্মীয়-স্বজন ও সরকারি কর্মকর্তারা নিশ্চিত করেছেন। খবর স্ট্রেইট টাইমসের। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো বলেছেন, ‘জুয়ান ভিসেন্তে পেরেজ মোরা ১১৪ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন।’

২০২২ সালে পেরেজকে বিশ্বের সবচেয়ে বয়স্ক ব্যক্তি বলে স্বীকৃতি দেয় গিনেজ। সে সময় তার বয়স ছিল ১১২ বছর। পেরেজের ১১ সন্তান এবং ৪১ জন নাতি-নাতনি রয়েছে। এই ৪১ জনের আবার ১৮ সন্তান আছে, আর এই ১৮ জনেরও আছে ১২ সন্তান। পেরেজ, যার ডাকনাম ছিল টিও ভিনসেন্ট, এল কোবরে শহরে ১৯০৯ সালের ২৭ মে জন্মগ্রহণ করেন। তিনি পেশায় আখ ও কফি কৃষক ছিলেন। জীবনের এক পর্যায়ে তিনি ওই শহরের শেরিফের দায়িত্ব নেন এবং স্থানীয় জমি ও পারিবারিক বিবাদ মেটানোর কাজ করতেন।