ঢাকা ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১ | বেটা ভার্সন

ভারতে জন্মসনদে উল্লেখ থাকতে হবে মা-বাবার ধর্ম!

ভারতে জন্মসনদে উল্লেখ থাকতে হবে মা-বাবার ধর্ম!

ভারতে জন্মানো যেকোনো শিশুর জন্মসনদে মা-বাবার ধর্ম উল্লেখ থাকতে হবে। এতদিন নবজাতকের জন্মসনদে শুধু ‘পরিবারের ধর্ম’ উল্লেখ করলেই হতো। তবে এখন থেকে মা-বাবা ধর্ম ভিন্ন হলে শিশুর জন্মসনদে তাও উল্লেখ থাকতে হবে। ভারতের কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা নতুন এক খসড়া নির্দেশনায় বিষয়টি উল্লেখ করা হয়েছে। ভারতীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

তবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সরকারের এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে আসতেই সমালোচনায় সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। তাদের অভিযোগ, ঘুরপথে জাতীয় নাগরিকপঞ্জি বা এনআরসির জন্যই কোমর বাঁধছে ভারতের কেন্দ্রীয় সরকার। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সদস্য সাকেত গোখলে এক্স হ্যান্ডেলে বলেছেন, এই নতুন নির্দেশনা খুবই ক্ষতিকর। মোদি সরকার গোপনে নাগরিকত্বের সঙ্গে ধর্মের যোগ ঘটাতে চলেছে। ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জন্মণ্ডমৃত্যু উভয় ক্ষেত্রেই জাতীয় স্তরে একটি ডেটাবেস তৈরি করা হবে। সেই তথ্য কাজে লাগানো হবে সম্পত্তি রেজিস্ট্রেশন, আধার, রেশন কার্ড, ভোটার তালিকা, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ন্যাশনাল পপুলেশন রেজিস্টারসহ (এনপিআর) বিভিন্ন জায়গায়। সে জন্যই গত বর্ষার অধিবেশনে সংসদের উভয় কক্ষে রেজিস্ট্রেশন অব বার্থস অ্যান্ড ডেথস (সংশোধিত) বিল-২০২৩ পাস করিয়েছে মোদি সরকার।

আরও পড়ুন -
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত